অফবিটভাইরাল ভিডিও

অত্যন্ত সাধারণ পোশাকে দুর্দান্ত নেচে তাক লাগাল স্বামী-স্ত্রী জুটি, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার দৌলতে আজ আমরা ঘরে বসেই নানান ভিডিও স্মার্টফোনের সাহায্যে দেখতে পারি। সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কেউ খুব সহজেই মানুষের কাছে তার প্রতিভাকে পৌঁছে দিতে সক্ষম হয়। তাই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলি এতটাই জনপ্রিয়। মানুষ আজ নিজেকে অবসর সময়ে মোবাইলমুখী করেছে। কাজকর্মের পর কিছুটা বিশ্রামের সময় অথবা অবসর সময়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে মানুষ যাতায়াত করে।

সেখানে মাঝেমধ্যেই নানান ভিডিও ভাইরাল হয়। ভাইরাল কথাটির সঙ্গে সমস্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বেশ পরিচিত। তাই এই সামাজিক মাধ্যমে আজকাল বহু মানুষের আনাগোনা। যেমন অবসর সময় কাটানো যায় তেমনি যোগাযোগ রাখা যায় সকলের সঙ্গে। আর এই প্ল্যাটফর্মকে মানুষ তার জীবনের দৈনন্দিন অঙ্গ বানিয়ে নিয়েছে। সারাদিনের মধ্যে কিছুটস সময় হলেও সোশ্যাল মিডিয়া জায়গা করে নিয়েছে সকলের।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি ও তার স্ত্রী ‘জানে কেয়া বাত অ্যায়সি’ গানে নাচ করছেন। নিজেদের মতন করে তারা নাচ করেছেন।আর সেই নাচের ভিডিওটিতে দেখা যাচ্ছে সেটি কোনো গ্রামাঞ্চল। তাদের পিছনে দেখা যাচ্ছে হাওয়া কল, সম্ভবত এটি কোনো বিদ্যুৎ কেন্দ্রের কাছে ভিডিওটি করা হয়েছে।

কিন্তু স্বামী ও স্ত্রী’র সেইদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তারা নিজেদের মতন করে ঘরোয়া পোশাকেই গানটিতে নেচেছেন। নাচের ভিডিওটি একটি ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে পোস্ট করা হয়েছে। প্রোফাইলটির নাম প্রকাশ চাভন ৫৯। এখনও পর্যন্ত ভিডিওটি ২৫,০০০ মানুষ দেখেছেন। প্রচুর মানুষ তাদের মতামত জানিয়েছেন কমেন্টে। ভিডিওটি এখন ভাইরাল নেট দুনিয়ায়।

Related Articles