এই টিপসগুলো মেনে চললেই দারুন মাইলেজ দেবে আপনার স্বাদের গাড়ি, বাঁচবে পেট্রোল-ডিজেলের খরচাও

সারা দেশে যেভাবে পেট্রোল (Petrol) ও ডিজেলের (Diesel) দাম যে ভাবে বাড়ছে তাতে সাধারণ মানুষের প্রাণ যায় যায় অবস্থা। তার উপরে আবার সামনেই আসতে চলেছে উৎসবের মরসুম। এই দুইয়ের এর ধাক্কায় সাধারণ মানুষের পকেট একেবারে গড়ের মাঠ। তাই এই সময় দরকার এমন কিছু টিপস যাতে সামান্য হলেও পয়সা বাঁচানো যায়। কিন্তু তাই বলে তো আর তেলের দামের উপর নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়, তাই এমন কিছু টোটকা ব্যবহার করতে হবে যাতে গাড়ির তেলের খরচ কম হয়।
অনেকেই ধারণা করেন যে গাড়ির যখন সিগনাল কিংবা অন্য কোথাও দাঁড়িয়ে থাকে তখন এসি বা গাড়ির ইঞ্জিন বন্ধ রাখলে গাড়ির তেল খরচ কম হয়। তবে এতে গাড়ির তেলে খুব একটা বাচানো যায় না। অবশ্যই যদি তা দীর্ঘক্ষণ ধরে করা না হয়। তাই এমন কিছু করতে হবে যা করলে গাড়ির তেলের ৫০% পর্যন্ত সাশ্রয় হয়। নীচের সেই রকম কয়েকটি পদক্ষেপ মেনে চলার কথা বলা হলো। যাতে আপনার গাড়ির জ্বালানি খরচ ৫০ শতাংশ পর্যন্ত কমানো যেতে পারে।
১) সময়মতো গাড়ির ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে: সুষ্ঠুভাবে গাড়ি চালানোর জন্য গাড়ির ইঞ্জিন অয়েল খুবই গুরুত্বপূর্ণ। কিছুদিন অন্তর অন্তর গাড়ির ইঞ্জিন ওয়েল পরিবর্তন করতে হবে। অন্ততপক্ষে গাড়ির ইঞ্জিন অয়েলের সময়সীমার আগেই তা পরিবর্তন করা উচিত। ইঞ্জিন অয়েল সময়মত পরিবর্তন না করলে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয় এবং তার প্রভাব পড়ে গাড়ির মাইলেজের উপর।
২) ইঞ্জিন ফাইন টিউনিং রাখতে হবে: গাড়ি ঠিকমতো চালাতে হলে গাড়িটা ঠিক মতো সার্ভিস করাতে হবে। কিছুদিন অন্তর অন্তর তাই গাড়ি টিউন করিয়ে আনা দরকার। গাড়ির টিউনিং যদি ঠিকঠাক না থাকে তাহলে গাড়ির মাইলেজ ৫০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।
৩) স্পার্ক প্লাগ পরিস্কার রাখতে হবে: গাড়ির স্পারকিং প্লাগ পরিষ্কার রাখতে হবে। গাড়ির স্পার্ক কালো হয়ে গেলে বা স্পাকিং প্লাকের উপর কার্বন জমে গেলে গাড়ির কর্ম দক্ষতা কমে যায়। সেই সাথে গাড়ির মাইলেজও কমে যায়। তাই গাড়িতে এই ধরনের কোন সমস্যা দেখা দিলে খুব শীঘ্রই গাড়ির মেকানিকের সাথে কথা বলতে হবে।
৪) নিয়মিত গাড়ি টায়ারের প্রেসার চেক করতে হবে : গাড়ির টায়ারের এয়ার প্রেসারের গাড়ির মাইলেজ খুবই নির্ভর করে। তাই গাড়ির টায়ারের এয়ার প্রেসার সবসময় ঠিক থাকে লেভেলে রাখা উচিত। গাড়ির টায়ারের হাওয়া স্বাভাবিকভাবেই কমতে থাকে তাই গাড়ির চাকাতে সব সময় সঠিক এয়ার প্রেসার মেন্টেন করতে হবে।
৫) ঘন ঘন গাড়ির অ্যাকসেলেরেটর এবং ব্রেক অকারণ চাপা বন্ধ করতে হবে: অকারণে ব্রেক চাপলে এবং অকারণে এক্সেলেটর চাপলে, গাড়ির মাইলেজের ক্ষতি করে। তাই অকারণে হঠাৎ করে ব্রেক করার এবং হঠাৎ করে এক্সেলেটর চাপার যদি অভ্যাস থাকে সেটি ত্যাগ করতে হবে।