“বিয়ের পর স্বামী কবে মারা গেল?” কুরুচিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ ক্ষুব্ধ ইমনের

সোশ্যাল মিডিয়ার যেরকম ভালো দিক রয়েছে, একইসাথে রয়েছে খারাপ দিকও। কারণ, সাধারণ মানুষ হোক বা সেলিব্রিটি সবাইকেই কোনো না কোনো সময় পড়তে হয় তীব্র আক্রমণের মুখে। সম্প্রতি সেরকমই ট্রোলিংয়ের শিকার হয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী(Iman Chakraborty)। শুধু তাই নয় তার স্বামী নীলাঞ্জন ঘোষকে(Nilanjan Ghosh) জড়িয়েই করা হয়েছে খারাপ মন্তব্য।
যেই কারণে রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন এই শিল্পী। স্ক্রিনশট পোস্ট করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন এই ঘটনার। আসলে, জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সারেগামাপা’র কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ইমন। তাতেই একজন মন্তব্য করেন, “বিয়ে করার পর ওনার স্বামী কবে মারা গেল? সিঁদুর ওনার ফ্যাশনের সাথে যায়নি।” যার ফলে একপ্রকার ক্ষিপ্ত হয়ে এই মন্তব্যের স্ক্রিনশট পোস্ট করেন তিনি।
আর তাতে লেখেন, “আমি শুধু জানতে চাই এঁরা কেন বেঁচে আছেন? নোংরামির একটা সীমা থাকা উচিত। আমি প্রচণ্ড ক্লান্ত এগুলো দেখে দেখে।” তবে এবারই প্রথম নয়, আগেও এরকম ট্রোলিংয়ের শিকার হয়েছেন তিনি। গত ৭ই ফেব্রুয়ারী জাঙ্গিপাড়া বইমেলা অনুষ্ঠানের কিছু ছবি পোস্ট করেছিলেন তিনি। সেই ছবিতে ইমনের শাঁখা-পলা পরা নিয়ে মন্তব্য করা হয়েছিল।
সেই পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছিলেন দেবলীনা কুমার, ত্বরিতা চট্টোপাধ্যায়, তৃণা সাহা, মিমি দত্ত এবং তার অনুগামীরা। তাদের মতে সমাজের কিছু নীতি পুলিশ রয়েছেন যাদের কুসংস্কারাচ্ছন্ন মনোভাব পাল্টানো প্রয়োজন। যদিও এইসব মানুষদের এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন অনেকে। উল্লেখযোগ্য, গত ২রা ফেব্রুয়ারী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ইমন ও সঙ্গীত পরিচালক নীলাঞ্জন ঘোষ।