বিয়ের মাত্র এক মাসের মধ্যে গৌরব-দেবলীনার মধ্যে বাড়ছে দূরত্ব! ভাইরাল সেই ছবি

গত ৯ই ডিসেম্বর মহা আড়ম্বরের সাথে বিয়ের আসর বসেছিল মহানায়কের বাড়িতে। কারণ, সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় এবং তার প্রেমিকা দেবলীনা কুমার(Deblina Kumar)। তাদের বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই সরগরম হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়া। যদিও আগে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি তারা। তবে পরে প্রকাশ্যে এসেছে তাদের বিয়ের কিছু ছবি।
পোস্ট হওয়া ছবিগুলিতে দেখা গিয়েছে একবারে রাজার সাজে রয়েছেন গৌরব(Gourab Chatterjee)। আরও জানা গিয়েছে বৈদিক রীতি অনুসারে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। পুরোহিত নচিকেতার কণ্ঠে শোনা গিয়েছে সংস্কৃত মন্ত্র। অন্যদিকে বিয়েতে দেবলীনার(Deblina Kumar) পরনে ছিল লাল বেনারসি ও সোনার গয়না। এছাড়া গৌরবকেও রীতিমতো রাজার বেশে দেখা গিয়েছে। এমনকি সেই আদলে ছবিও তুলেছেন তিনি।
তবে বিয়ের একমাস পর প্রকাশ্যে এলো আরও কিছু ছবি। তবে সেখানে নেই ঘনিষ্ঠতা, বরং রয়েছে দূরত্ব। দেবলীনার(Deblina Kumar) পোস্ট করা এই ছবি দেখে অনেকের মনেই জেগেছে প্রশ্ন। বিয়ের একমাস কাটতেই তাদের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার কারণ কী? তবে আসল বিষয়টি হল, সিনেমা দেখতে গিয়েছিলেন তারা। আর সেখানে করোনা আবহের জেরে মেনে চলতে হচ্ছে সামাজিক দূরত্ব।
অন্যান্যদের মতোন মাঝখানের একটি সীট ফাঁকা রেখে বসেছেন এই নবদম্পতি। শুধু তাই নয় ছবির ক্যাপশনে লিখেছেন, ‘যদিও ও আমার স্বামী, তবুও আমাদের সামাজিক দূরত্ব মেনে চলা উচিত।’ পাশাপাশি দুজনের মুখে দেখা গিয়েছে মাস্ক। এভাবেই সচেতনতা তৈরি করেছেন এই তারকা জুটি। পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল তাদের সেই ছবিটি।