নিউজ

কেশপুরে বিয়ের মাত্র ১৫ দিনে মৃত্যু হল স্বামীর, অভিযুক্ত স্ত্রী

প্রতিটি মানুষের কাছে বিয়ে একটা আলাদা ইমোশন। বিয়ে নিয়ে ছেলে হোক বা মেয়ে সবারই থাকে একাট উৎসাহ, অনেক প্ল্যানিং। আর যখন সত্যি বিয়ের দিনটা আসে তখন যেনও মনে হয় জীবনের সেরাক্ষণ এসে উপস্থিত। কিন্ত যদি বিয়ে হতে না হতেই ঘটে যায় কোনও অঘটন তাহলে প্রথম অভিযোগের আঙুল ওঠে স্বামী স্ত্রীর দিকে।

আর এবারও ঠিক তাই হলো। বিয়ের মাত্র ১৫ দিন কাটতে না কাটতেই চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের কেশপুরের। অধ্যাপকের অস্বাভাবিক মৃত্যু। অধ্যাপকের মৃত্যুতে খুনের অভিযোগ উঠল সদ্য বিবাহিতা স্ত্রীর বিরুদ্ধেই।

অভিযোগ উঠেছে,কেশপুরের আঁধিচক গ্রামের বাসিন্দা পেশায় অধ্যাপক প্রতীম মাইতি। জানুয়ারি মাসেই পেশায় ইঞ্জিনিয়ার স্ত্রী ‘ব্রততী’কে বিয়ে করেছিলেন তিনি। ম্যাট্রিমনিয়াল সাইটের মাধ্যমে দেখাশোনা করে বিয়ে হয় দু’জনের। কিন্ত বিয়ের ১৫ দিনের মাথাতেই অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। এরপর প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয় না। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় তাকে।

স্থানীয় নাড়াজল রাজ কলেজের অধ্যাপক ছিলেন মৃত প্রতীম। প্রতীমের পরিবারের অভিযোগ ওই ব্যক্তির মৃত্যুর জন্য প্রতীমের স্ত্রী ব্রততী দায়ী। বিয়ের পর শাড়ি না পরে সালোয়ার কামিজ পড়তে চাইতেন তার স্ত্রী। গ্রাম্য পরিবেশের সঙ্গে না মানিয়ে নিতে না পারায় স্বামী-স্ত্রীর বিবাদের সূত্রপাত। তার জন্য খুন। যদিও ব্রততীর পাল্টা অভিযোগ, স্বামীর সঙ্গে তাঁর সম্পর্ক একেবারেই স্বাভাবিক ছিল। বরং শ্বশুরবাড়ির লোকেরা বাজে ব্যবহার করতেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles