বিনোদন

এবার বিপ্লব চট্টোপাধ্যায়ের রোষের মুখে টলিউডের বুম্বাদা! কারন জানলে অবাক হবেন

টেলিভিশনের পর্দায় একসময় বেশ জনপ্রিয় একটি অনুষ্ঠান ছিল ‘অপুর সংসার’। এই অনুষ্ঠানে টলিউড জগতের অনেক নামি-দামি তারকারা এসেছেন। নানান প্রশ্নোত্তর পর্বের মধ্যে দিয়ে জীবনের নানান কাহিনি তারা ব্যক্ত করেছেন। সেভাবেই টলিউডের নামজাদা ব্যক্তিত্বদের মাঝেমধ্যে এই শো-তে দেখা গিয়েছে। অনেকেই নিজেদের অস্তিত্ব ইন্ডাস্ট্রিতে টিকিয়ে রাখার জন্য কোন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন সেই বিষয়েও বক্তব্য রেখেছেন।

আর এই অনুষ্ঠানের নানান ক্লিপ এখন সোশ্যাল মিডিয়ার পর্দায় ভাইরাল হয়। মাঝেমধ্যে চর্চায় এই অনুষ্ঠানের ছোটো ছোটো ভিডিও ক্লিপ ঘুরে বেড়ায় সামাজিক মাধ্যমে। তেমনি সম্প্রতি টলিউডের একসময় জনপ্রিয় খলনায়ক ছিলেন বিপ্লব চট্টোপাধ্যায়। পর্দায় নায়ক, নায়িকা বাদ দিলেও যার ভূমিকা গুরুত্বপূর্ণ তিনি হলেন খলনায়ক। তিনি গল্পের মোড় ঘুরিয়ে দেন। আর তাই নায়ক নায়িকার পাশাপাশি খলনায়কের ভূমিকা গুরুত্বপূর্ণ।

‘অপুর সংসার’ অনুষ্ঠানে টলিউডের খলনায়ক বিপ্লব চট্টোপাধ্যায় এসেছিলেন। নানান প্রশ্নোত্তরের মাঝে তার জীবনের নানান গল্প করেন তিনি। একসময় অনুষ্ঠান সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায় টলিউড অভিনেতা প্রায় চট্টোপাধ্যায়, চিরঞ্জীত ও তাপস পালকে নিয়ে এক লাইন বলতে অনুরোধ করেন। কিন্তু বিপ্লব চট্টোপাধ্যায়ের উত্তরে অবাক সকলে।

বিপ্লব চট্টোপাধ্যায় শাশ্বতের প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাপস পাল হলেন একটি গর্দভ। প্রসেনজিৎ ধূর্ত ও চিরঞ্জীত বড্ডো পাকা। তদর এই উত্তরে অবাক সকলে।

Related Articles