নিউজ

জ্বালানির মূল্য আকাশ ছোঁয়া, GST ব্যবস্থার বিরোধিতায় আজ ভারত বনধ, কোথায় প্রভাব জানুন খুটিনাটি

শিহরে একুশের নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। কিন্ত তারই মাঝে ক্রমাগত দাম বাড়ছে গ্যাসের, জ্বালানির। আর এবার জ্বালানির মূল্যবৃদ্ধি, জিএসটি ব্যবস্থা, ই-ওয়ে বিলের বিরোধিতা সহ একাধিক দাবি নিয়ে আজ দেশজুড়ে ভারত বনধের ডাক দিয়েছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স(Confederation Of All India Traders)।

যত সময় বাড়ছে ততই আতঙ্ক দাম বাড়ছে গ্যাসের। বুধবারই ফের দাম বাড়ে রান্নার গ্যাসের। গত ডিসেম্বর মাসে দাম বাড়ার পর ফের ফেব্রুয়ারীতে দাম বাড়ে গ্যাসের। ফেব্রুয়ারি মাসে পরপর তিনবার দাম বাড়ে গ্যাসের। এরপর বুধবার মধ্যরাতে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ দিয়ে ২৫ টাকা দাম বাড়ে রান্নার গ্যাসের। এক মাসে তিন বারে মোট ১০০ টাকা দাম বেড়েছে রান্নার গ্যাসের।

অন্যদিকে কম যাচ্ছে না পেট্রোল(Petrol), ডিজেলও(Diesel)। লিটার পিছু পেট্রল-ডিজেল একশো টাকা ছুঁইছুঁই। আর তাই গতকালই জ্বালানির দাম বাড়ার প্রতিবাদে নিজের গাড়ি ছেড়ে বাড়ি থেকে হেঁটে হাজরা মোড় আসেন এরপর সেখান থেকে ইলেকট্রিক স্কুটারে চেপে নবান্নে যান তিনি। মুখ্যমন্ত্রীর চালকের আসনে ছিলেন পুর ও নগরায়নমন্ত্রী ফিরহাদ হাকিম।

আর এবার জ্বালানির মূল্যবৃদ্ধি, জিএসটি ব্যবস্থা, ই-ওয়ে বিলের বিরোধিতাসহ একাধিক দাবিতে দেশজুড়ে বনধের ডাক দিয়েছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স। ছোট ব্যবসায়ী থেকে হকার সহ অন্যান্যরাও এই বনধে সামিল বলে জানায় ট্রেডার্স সংগঠন। তবে ওষুধের দোকান, দুধ বা সবজি বাজার বনধের আওতার বাইরে। ব্যাঙ্ক পরিষেবার ওপরেও কোনও পরবে না। অন্যদিকে অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই বনধকে সমর্থন জানায়। চাক্কা জ্যামের ডাক দেওয়া হয়েছে এই সংগঠনের তরফে। জানা গিয়েছে প্রায় ৪০ হাজার ব্যবসায়ী সমিতি এই বনধকে সমর্থন জানিয়েছে।

Related Articles