
কৃষি আন্দোলন নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। সম্প্রতি কৃষি আন্দোলন নিয়ে টুইট করা বিভিন্ন অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছিল টুইটার। এই নিয়ে যখন উত্তাল সকলে তারই মাঝে ‘ভারতের সার্বভৌমত্বের সঙ্গে আপস করা যায় না’ শচীনের(Sachin Tendulkar) টুইট নিয়ে তুঙ্গে জল্পনা।
India’s sovereignty cannot be compromised. External forces can be spectators but not participants.
Indians know India and should decide for India. Let's remain united as a nation.#IndiaTogether #IndiaAgainstPropaganda— Sachin Tendulkar (@sachin_rt) February 3, 2021
কৃষক বিক্ষোভ ঘিরে উত্তাল দেশ। কৃষকদের পাশে দাঁড়িয়ে টুইটারে মুখ খুলেছেন একের পর এক সেলেব্রিটি। এই ইস্যুতে এবার সোচ্চার হলেন ভারতের বিশ্বের সর্বকালের সেরা ক্রিকেটার শচীন তেন্ডুলকর(Sachin Tendulkar)। টুইটারে বুধবার মাস্টার ব্লাস্টার লিখেছেন, ‘ভারতের সার্বভৌমত্বের সঙ্গে আপস করা যায় না। বহির্শক্তি দর্শক হতে পারে। কিন্তু, দেশের অভ্যন্তরীণ বিষয়ে অংশ নিতে পারে না। ভারতীয়রা ভারতকে জানেন এবং ভারতের জন্য তাঁদেরই সিদ্ধান্ত নেওয়া উচিত। চলুন আমরা ঐক্যবদ্ধ হই’।
‘There’s a brown girl in the ring’
What a song.
— Anubhav Sinha (@anubhavsinha) February 3, 2021
কৃষক আন্দোলন নিয়ে উতপ্ত রাজনীতি। গত কয়েকদিন ধরে কৃষক আন্দোলন নিয়ে উতপ্ত হয়ে উঠেছে দিল্লির রাজপথ। অন্যদিকে কৃষক আন্দোলনের সপক্ষে মুখ খোলেন পপ আইকন রিহানা ও গ্রেটা থানবার্গ।
All Rihanna asked was, why aren't we talking about this? And since last night, it's all we've been talking about
— Jairaj Singh (@JairajSinghR) February 3, 2021
কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে কিশোরী পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ মঙ্গলবার রাতেই টুইট করেন। গ্রেটা টুইট করে লেখেন, ‘ আমরা ভারতের কৃষক বিদ্রোহের পাশে রয়েছি’।কৃষক আন্দোলনের সমর্থনে আন্তর্জাতিক পপ আইকন রিহানাও টুইট করেছেন। রিহানা টুইট করে কৃষক আন্দোলন নিয়ে প্রশ্ন তোলেন। কৃষকদের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা সংক্রান্ত একটি সংবাদমাধ্যমের খবর শেয়ার করে রিহানা টুইট করে, ‘ কেনও আমরা এ ব্যাপারে কথা বলছি না?’ আর এর কয়েক ঘণ্টার মধ্যে তাঁর ফলোয়ার সংখ্যা লাখখানেক বেড়ে যায়।
170 farmers died. Most of them watched you play cricket, cheered every run you scored.
But you didn't say a word for them.
Introspect yourself paaji
— Spirit of Congress ✋ (@SpiritOfCongres) February 3, 2021
এরপরেই রিহানার টুইট কোট করে কঙ্গনা রানাওয়াত(Kangana Ranaut) মন্তব্য করেন, ‘এ নিয়ে কেউ কথা বলছে না কারণ ওরা কেউ চাষী নয়, ওরা জঙ্গি যারা ভারত ভাগ করতে চাইছে, যাতে চিন আমাদের এই শতধাবিভক্ত অসুরক্ষিত দেশ দখল করে নিতে পারে আর আমেরিকার মত ভারতকেও চিনা কলোনি বানাতে পারে। চুপচাপ থাক তুমি নির্বোধ, তোমাদের মত আমরা আমাদের দেশ বিক্রি করছি না’।