ভাইরাল ভিডিও

স্বল্প পোশাকে পোষ্য কুকুরের সাথে উদ্দাম নাচ ‘ইন্দিরা’ তিয়াশার, তুমুল ভাইরাল সেই ভিডিও

‛Balam Pichkari’ গানে পোষ্যকে সঙ্গে নিয়ে হোলির আনন্দে মাতলেন তিয়াশা। ভাইরাল ভিডিও। টেলিপাড়ার জনপ্রিয় প্রথম সারির একজন নায়িকা হলেন তিয়াশা। জি বাংলার পর্দায় ‛কৃষ্ণকলি’ ধারাবাহিক দিয়েই তার অভিনয় জীবনের হাতেখড়ি হয়েছিল। পর্দায় সহজ-সরল শ্যামবর্ণা এক গায়ের মেয়ের চরিত্রেই তার দেখা মিলেছিল। প্রথম সিরিয়াল দিয়েই তিনি করেছিলেন বাজিমাত।

তারপর ধারাবাহিক শেষ হওয়ার পর বেশ খানিকটা সময় তাকে বিরতি নিতে দেখা গিয়েছিল। আর সেই ফাঁকেই বারবার উঠে এসেছে সুবান-তিয়াশার বিচ্ছেদ প্রসঙ্গ। গোবরডাঙ্গার সাধারণ পরিবারের মেয়ে তিয়াশা। স্বামী সুবানের হাত ধরেই পা রেখেছিলেন গ্ল্যামার দুনিয়ায়। তারপর নিজের অভিনয় দক্ষতার জোরেই জায়গা করে নেন টলিউডের অন্দরে। এখন সুবানের চেয়েও তার জনপ্রিয়তা বেশি বলা যায়।

তাহলে কি এই জনপ্রিয়তাই কাল হল সুবান-তিয়াশার সম্পর্কের মাঝে? যদিও এই নিয়ে রয়েছে নানান মত। গত বছরের ২৮ ফেব্রুয়ারি খাতায় কলমে বিচ্ছেদ হয়েছে তিয়াশা ও সুবানের (Tiyasha – Suban)। তবে, সেসব এখন অতীত। বর্তমানে স্টার জলসার পর্দায় ‛বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে ইন্দিরার চরিত্রে চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী। পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলের কাজও করছেন।

বরাবরই তিয়াশা সোশ্যাল মিডিয়া প্রেমী। আর তাইতো কাজের বাইরেও নিত্যনতুন ছবি ও রিল ভিডিওতে ভরে থাকে তার সোশ্যাল পেজ। সম্প্রতি তিয়াশা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি ভিডিও। যেখানে তাকে ‛Yeh Jawaani Hai Deewani’ সিনেমার ‛Balam Pichkari’ গানে নাচতে দেখা যাচ্ছে। ঘরের মধ্যেই টিভি চালিয়ে পোষ্যকে সঙ্গে নিয়ে উদম নেচে চলেছেন অভিনেত্রী।

তিয়াশার পরণে রয়েছে সাদা টি-শার্ট ও হট প্যান্ট। ভিডিওতে সকলকে হোলির শুভেচ্ছাও জানিয়েছেন অভিনেত্রী। ভিডিও শেয়ার করতেই তিয়াশার অনুরাগীরা তাকেও হোলির শুভেচ্ছা জানিয়েছেন। কেউ আবার তাকে ‛ফাজিল ’ বলেও সম্মোধন করেছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল তিয়াশার এই ভিডিও।

Related Articles