ত্বক ঝলমলে উজ্জ্বল রাখার অব্যর্থ টোটকা, রইল চারটি ঘরোয়া ফেসিয়াল

এইসময় বাতাসে জলের অভাব থাকে এবং আমাদের ত্বকে তার প্রভাব পড়ে। ত্বক ফেটে যায় ও রুক্ষ ও শুষ্ক হতে থাকে। তাই শীতকালে অবশ্যই ত্বকের যত্ন নেওয়া উচিত। তবে আমরা ত্বকের যত্ন নিতে গেলে বেশিরভাগ সময় বাইরের থেকে কেনা ক্রিম, বডি লোশন ব্যবহার করি। তাতে ভেতর থেকে কোনো সুরাহা হয় না এবং সেগুলি যথেষ্ট ব্যয়বহুল। তাই বাড়িতেই যদি আমরা হাতের কাছে থাকা সহজলভ্য উপাদান দিয়ে পেস্ট বানিয়ে তা ব্যবহার করি তাতে আরও বেশি ভালো হবে। জেনে নিন আপনার মুখে কয়েকটি ফেসিয়াল করার উপায়-
এক চামচ টমেটো সস, এক চামচ আলুর রস, এক চামচ ধনেপাতা বাটা নিয়ে তা ভালো করে মিশিয়ে নিন। এরপর ওই মিশ্রণটি ভালো করে মুখে মেখে কিছুক্ষণ রাখুন। ধনেপাতা ঠোঁট গোলাপি করতে সাহায্য করে তাই ঠোঁটেও লাগাতে পারেন।
তিন চামচ কমলালেবুর রস, এক চামচ গোলাপ জল, এক চামচ বেসন ও এক চামচ পাতিলেবুর রস ভালো করে মিশিয়ে ওই মিশ্রণ মুখে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। লেবুর রসে থাকা উপাদান মুখের দাগকে মিশিয়ে দিতে সাহায্য করে। তাই এই উপাদান কয়েকদিন মাখলে মুখের দাগ পালিয়ে যাবে নিমেষেই।
এক চামচ বিট বাটা, এক চামচ টমেটো বাটা, এক চামচ গাজর বাটা, পরিমাণ মতন গোলাপ জল, এক চামচ শসা বাটা নিয়ে তা ভালো করে মিশিয়ে নিতে হবে। বিট ও গাজর ত্বকের পক্ষে বেশ উপকারী। এগুলি মুখে মাখার পাশাপাশি যদি রস খাওয়া যায় তাতে আরো উপকার পাওয়া যায়।
এক চামচ কমলালেবুর রস, এক চামচ আমলকীর রস, এক চামচ পাতিলেবুর রস ভালো করে মিশিয়ে তা প্রতিদিন একটু তুলোর সাহায্যে মুখে মাখলে উপকার পাওয়া যায়।