শীঘ্রই বাজবে বিয়ের সানাই, জনপ্রিয় হিন্দি গানে নাচে মত্ত টলিউড তারকা ওম-মিমি

টেলিভিশন জগতে চলাকালীন বিয়ের মরশুমে খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেতা ওম সাহানি(Om sahani) ও অভিনেত্রী মিমি দত্ত(Mimi Dutta)। তাদের পরিচয় কম দিনের নয়। ২০১১ সালে রূপসী বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আলোর বাসা’তে একসাথে কাজ করেছিলেন তারা। তবে এরপর দীর্ঘ বিরতির কারণে প্রেম ব্যাপারটা তৈরি হতে পারেনি। অবশেষে ২০১৭ সালে নতুন করে প্রেম শুরু হয় তাদের মধ্যে।
চলতি বছরের শুরুর দিকে আইনিভাবে বিবাহ করেছেন তারা। এখন শুধু বাকি সামাজিক রীতি মেনে এক হয়ে যাওয়া। এরই মধ্যে সম্পন্ন হয়েছে আইবুড়ো ভাত পর্ব। সোশ্যাল মিডিয়ায় সমস্ত ছবি পোস্ট করেছেন তারা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে আরও একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে ‘সঙ্গীত’ অনুষ্ঠানের জন্য নাচ প্র্যাকটিস করছেন তারা। বন্ধ ঘরে আয়নার সামনে জমিয়ে নাচছেন এই তারকা জুটি।
‘শাড়ি কে ফলসা কভি টাচ কিয়া রে, কভি ছোড় দিয়া দিল, কভি ক্যাচ কিয়া রে।’ গানে নাচের সেই ভিডিও পোস্ট করতেই ভাইরাল হয়েছে নিমেষে। যদিও তারা স্পষ্ট করে জানাননি এটি সঙ্গীত অনুষ্ঠানের জন্য অনুশীলন। তবে অনুগামীরা ঠিকই আন্দাজ করতে পেরেছেন বিষয়টি। উল্লেখযোগ্য, আগামী ৩রা ফেব্রুয়ারী তাদের বিবাহ সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।
বিয়ের প্রসঙ্গে মিমি জানিয়েছেন যদিও ওম বিহারী, তবে বিয়ে হবে পুরোপুরি বাঙালী রীতি মেনেই। পাশাপাশি দু-তিনদিন আগে বিহারী মতে করা হবে পুজো। আর বিয়ের দিন তিনি সেজে উঠবেন লাল বেনারসি ও সোনার গয়নায়। শুধু তাই নয় বিয়ের মেন্যুতে থাকবে ওমের প্রিয় মাটন বিরিয়ানি। তবে এখনও পর্যন্ত তাদের রিসেপশনের দিন ঠিক হয়নি। তার আগেই তাদের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন অনুগামী ও শুভাকাঙ্ক্ষীরা।