খেলাবিনোদন

IPL Auction 2021: শাহরুখ খানকে কিনে নিয়েই যা করলেন প্রীতি জিন্টা! তুমুল ভাইরাল ভিডিও

আসন্ন আইপিএল-এর বাছাই পর্বে শাহরুখ খান’কে দলে পেয়ে বেশ খুশি পঞ্জাব টিম-এর মালিক প্রীতি জিন্টা (Preity Zinta)। ক্রিকেট দুনিয়ায় যদিও বিশেষ নাম নেই এই ক্রিকেটারের। তবুও তাকে দলে নিতে একেবারে কোমরে দড়ি বেঁধে নেমে পড়ে দলগুলি। দিল্লি ক্যাপিট্যালস্ প্রথম দর শুরু করেন ওই ক্রিকেটারের। তারপর আসরে নামে রয়্যাল চ্যালেঞ্জারস্ ব্যাঙ্গালোর। নিমেষেই ২ কোটি টাকা পার হয়ে যায় শাহরুখ খান-এর দাম।

এরপর রয়্যাল চ্যালেঞ্জারস্ শেষ বিড করে ৫ কোটি টাকা। দিল্লি সরে যেতেই এরপর আসরে নামে পঞ্জাব। আরসিবির ধার্য করা দামের পর কিছু বেশি ৫,২৫ কোটি টাকা দর তোলে এই ক্রিকেটারের। এরপরই এক দারুণ মুখভঙ্গি করেন প্রীতি জিন্টা। পিকে-এর অন্যতম কর্ণধার শাহরুখ খান-কে কিনে নেওয়ার পর নিলামের টেবিল ঘোরে কলকাতা নাইট রাইডারসের দিকে।

শাহরুখকে নিজের দলে নিতে পেরে প্রীতি জিন্টা যে অনুভূতি প্রকাশ করেছেন সেই ভিডিও নিমেষেই ভাইরাল। শাহরুখ খান আসলে তামিলনাড়ুর একজন ক্রিকেটার। তার নাম ক্রিকেট দুনিয়ায় সেভাবে শোনা না গেলেও তিনি তামিলনাড়ুর জার্সিতে ৩১ টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

এছাড়া তিনি ২৩৯ রানের অধিকারী। রয়েছে ২টি উইকেট। এছাড়া শাহরুখ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ২২০.০০ স্ট্রাইক রেটে ৮৮ রান করেছিলেন তিনি।

Related Articles