বিনোদন

করিনা, অনুষ্কার পর এবার সুখবর দিতে চলেছেন দীপিকা, ভাইরাল ছবিতে তোলপাড় ইন্সটাগ্রাম

বর্তমানে বলিউডের শীর্ষ স্থানীয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম নাম দীপিকা পাড়ুকোন(Deepika Padukone)। তিনি বলিউডে পদার্পণ করেছিলেন ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে। এরপর থেকে আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। দর্শকদের একে একে উপহার দিয়েছেন সুপারহিট সব সিনেমা। প্রথম জীবনে একাধিকার প্রেম এলেও তা পরিণতি পায়নি।

অবশেষে ৬ বছর ডেটিং করার পর ২০১৮ সালে গাঁটছড়া বাঁধেন জনপ্রিয় অভিনেতা রণবীর সিংয়ের(Ranveer Singh) সাথে। বর্তমানে বলিউডের পাওয়ার কাপল হলেন ‘দীপবীর’। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে লাইমলাইটে উঠে আসেন তারা। অন্যদিকে রণবীরকে পেয়ে দীপিকাও যেন ভাগ্যবতী। কারণ, প্রতিটি মুহূর্তে স্ত্রীর পাশে থাকেন রণবীর।

শ্যুটিংয়ের কাজে যাওয়া থেকে শুরু করে মাদকচক্রের দপ্তরে হাজিরা দেওয়া সবকিছুতেই দীপিকা পাশে পেয়েছেন স্বামীকে। অন্যদিকে বিয়ের দুবছর কাটতে না কাটতেই নতুন খবরের হদিশ পেলেন নেটিজেনরা। আসলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা দীপিকার একটি ছবি ঘিরে শুরু হয়েছে জল্পনা। ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ফেব্রুয়ারী’।

যা দেখে অনেকেই মনে করছেন, তাহলে কি এই মাসেই নতুন সদস্য আনার সংবাদ দিতে চলেছেন তিনি? যদিও এই বিষয়ে মুখ খোলেননি অভিনেত্রী। সকলের ধারণা করিনা, অনুষ্কার পর হয়তো এবার দীপিকার পালা। তবে এবারই প্রথম নয়, এর আগেও দীপিকার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা প্রকাশ্যে এসেছিল। সেই সময় একটি কাঁচা আমের ছবি পোস্ট করেছিলেন দীপিকা।

Related Articles