শেষ মুহূর্তে গর্ভাবস্থা, বেগম করিনা এখনও দাপিয়ে বেরাচ্ছেন শ্যুটিং ফ্লোরে, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

খুব শীঘ্রই দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী করিনা কাপুর খান(Kareena Kapoor Khan)। তবে তার আগে পর্যন্ত চালিয়ে যাচ্ছেন নিজের কাজ। জানা গিয়েছে আগামী ১৫ই ফেব্রুয়ারী ঠিক করা হয়েছে ডেলিভারির তারিখ। তবে ১৩ই ফেব্রুয়ারী বান্দ্রায় দেখা মিললো তার। পরনে ছিল সাদা শার্ট, ক্রিম রঙা ট্রাউজার।
সম্পূর্ণ গর্ভাবস্থাতেই তিনি পুরোদমে কাজ করে গিয়েছেন। এক কথায় বলতে গেলে কীভাবে সংসার, সন্তান সামলে নিজের কর্মজগতেও সমানভাবে সক্রিয় থাকা যায়, তার কাছ থেকে বিষয়টি শেখার মতোন। তার মতে ইচ্ছে থাকলে যে কোনো অবস্থাতেই সবটা সামাল দেওয়া যায়। অন্যদিকে, তার বাবা রনধীর কাপুর জানিয়েছিলেন ডাক্তার ১৫ই ফেব্রুয়ারী ডেট দিয়েছেন করিনাকে।
দ্বিতীয়বার দাদু হওয়ার কারণে খুবই উচ্ছ্বসিত তিনি ও তার পরিবার। যেই কারণে ইতিমধ্যেই কেনা হয়েছে নতুন সদস্যের বিছানা থেকে শুরু যাবতীয় জিনিসপত্র। যদিও কয়েকদিন আগেই কাপুর পরিবারের এক সদস্য মারা গিয়েছেন। যার ফলে শোকস্তব্ধ গোটা খান ও কাপুর পরিবারের সদস্যরা। তবে এসবের মাঝেই নতুন সদস্যকে স্বাগতম জানাতেও প্রস্তুত সকলে।
উল্লেখযোগ্য, ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন করিনা ও সঈফ আলি খান(Saif Ali Khan)। যদিও তিনি আগে থেকে দুই সন্তানের বাবা। তবে এই বিষয়টি তাদের বিবাহিত জীবনে কোনোরকম সমস্যা তৈরি করেনি। এরপর ২০১৬ সালে জন্ম হয় তাদের প্রথম সন্তান তৈমুরের(Taimur)। গত বছর অনুগামীদের জানান দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন তিনি। এরপরই শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেওয়া হয় তাদের।