দ্বিতীয় সন্তানকে নিয়ে বাড়ি ফিরলেন করিনা, ভাইরাল একরত্তির প্রথম ছবি

ফের মা হয়েছেন সইফ পত্নী করিনা। তৈমুরের পর ফের পুত্র সন্তানের জন্ম দিয়েছেন করিনা। ইতিমধ্যেই একরত্তিকে নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। আর অবশেষে লেন্স বন্দি করিনার দ্বিতীয় সন্তান।
প্রতিক্ষার অবসান ঘটিয়ে রবিবার মুম্বইয়ের ব্রিঞ্জ ক্যান্ডি হাসপাতালে সকাল ৯টা নাগাদ ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন করিনা। তারপর থেকেই কাপুর ও খান পরিবারে বইছে খুশির হাওয়া। একদিকে তৈমুর অন্যদিকে করিনার দ্বিতীয় সন্তান। দুজনকে নিয়ে বর্তমানে বেজায় ব্যস্ত সকলে।
ইতিমধ্যেই নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছে করিনা। হাসপাতাল থেকে ফেরার পথে ঝলক মিলল একরত্তির। দেখতে দেখতে বেশ কিছুটা বড়ো গিয়ে গিয়েছে তৈমুরও। বড় তো হতেই হবে কারণ এখন যে সে দাদা।
অন্যদিকে করিনার দ্বিতীয় সন্তানের নাম কি হবে তাকে কেমন দেখতে হয়েছে তা নিয়ে শুরু হয়ে গিয়েছে অনুসন্ধিৎসা। তবে, এবার নাতিকে কেমন দেখতে সে কথা জানালেন রণধীর কাপুর। তিনি জানান, জন্মের পর সব বাচ্চাকেই তাঁর একরকম মনে হয়। তবে তাঁর এই নাতিকে বাবা, মায়ের মতো দেখতে একদমই হয়নি। তার দাদা তৈমুরের মতো দেখতে হয়েছে বলেই হাসপাতালে সবাই বলছে।