বিনোদন

শীঘ্রই দ্বিতীয় সন্তানের মা হবেন করিনা কাপুর খান, অন্তঃসত্ত্বা অবস্থায় যোগব্যায়ামের ছবি ভাইরাল

বলিউডের পাওয়ার কাপল সঈফ আলি খান(Saif Ali Khan) ও করিনা কাপুর খান। কয়েক বছর আগেই তাদের পরিবার আলো করে জন্ম নিয়েছে প্রথম সন্তান তৈমুর। আরও একবার খান পরিবারে খুশির হাওয়া। কারণ খুব শীঘ্রই আসতে চলেছে আরও এক নতুন অতিথি। কারণ দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন করিনা(Kareena kapoor Khan)। কয়েকমাস আগে সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানিয়েছিলেন তিনি।

চলতি বছরেই তার ডেলিভারি হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার কিছু ছবি, যেখানে উন্মুক্ত রয়েছে তার বেবি বাম্প। সাহসী ফটোশ্যুটে ধরা দিয়েছেন তিনি। কখনও কালো আবার কখনও গোলাপি পোশাক পরিহিত অবস্থায় দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। যা দেখে এটাই স্পষ্ট যে, গর্ভাবস্থাতেও পুরোদমে কাজ করছেন করিনা(Kareena kapoor Khan)।

পোস্ট করার পর নিমেষে ভাইরাল হয়েছে তার সেই ছবি। উল্লেখযোগ্য, দ্বিতীয় সন্তানকে জন্ম দেওয়ার আগে বড়সড় সিদ্ধান্ত নিয়েছেন ‘সঈফিনা’ জুটি। জানা গিয়েছে সন্তান জন্মানোর আগে বাড়ি পরিবর্তন করতে চলেছেন তারা। হ্যাঁ, এমনটাই জানিয়েছেন এই জুটি। আসলে তাদের মতে তৈমুরের বেলায় যা করতে পারেননি, সেটাই বাস্তবায়িত করে দেখাবেন এবার।

তারা ঠিক করেছেন এই সন্তানকে পুরোপুরি ক্যামেরার ফ্ল্যাশ থেকে দূরে রাখবেন। প্রকাশ্যে আনবেন না কোনো ছবি।

যেহেতু তারকাদের সন্তানদের নিয়ে কৌতুহলের শেষ থাকে না সাধারণ মানুষের। তাই বাড়িতে আসতে দেবেন না কাউকে। লাইমলাইট থেকে সম্পূর্ণ দূরে রাখবেন আগত সন্তানকে।

Related Articles