১৪ বার গর্ভধারণে ব্যর্থ! শেষে Salman Khan-এর সাহায্যে সন্তানের মুখ দেখেন Kashmira Shah

কমেডিয়ান কৃষ্ণা অভিষেক, দ্য কপিল শর্মা শো এর এই মুহূর্তে অন্যতম প্রধান চরিত্র। তবে রিল লাইফের মতো রিয়েল লাইফও তার বেশ আড়ম্বরপূর্ন। নিজের ব্যক্তিগত জীবন শুরু করেছিলেন ওয়ান নাইট স্ট্যান্ড দিয়ে। একটি ছবির সেটে কাশ্মিরার সাথে দেখা হয়েছিল কৃষ্ণার। তারপর সেই কাশ্মিরা শাহ এর সাথেই দীর্ঘদিন রিলেশনশিপ এবং তারপর লিভ ইনে ছিলেন। এরপর ২০১৩ সালে কাশ্মিরাকেই বিয়ে করেন কৃষ্ণা।
২০১৩ সালের ২৩শে জুলাই কাশ্মিরাকে বিয়ের প্রস্তাব দেন কৃষ্ণা, এবং তারপর দিনই অর্থাৎ ২৪শে জুলাই তাদের বিয়ে হয়ে যায়। কিন্তু বিয়ের পর তাদের কোনো সন্তান হচ্ছিল না। ১৪ বার গর্ভধারণের ক্ষেত্রে ব্যর্থ হয়েছিলেন কাশ্মিরা। শেষে সলমন খানের পরামর্শে বদলে গিয়েছিল তাদের জীবন। সন্তানের মুখ দেখেন কৃষ্ণা এবং কাশ্মিরা।
সলমন খান তাদের সারোগেসি এর মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার পরামর্শ দেন সলমন খান(Salman Khan)।
২০১৭ সালে আইভিএফ পদ্ধতিতে সারোগেসির মাধ্যমে দুটি যমজ ছেলের জন্ম দিয়েছেন কাশ্মিরা। কাশ্মিরা জানিয়েছেন, সুপারস্টার হওয়ার আগে তাদের পরিবারেরই একজন ছিলেন সলমন খান(Salman Khan)।