নিউজ

KBC 14 এর প্রথম কোটিপতি মহারাষ্ট্রের গৃহবধূ কবিতা চাওলা, রইল তার আসল পরিচয়

বলিউডের একজন কিংবদন্তি অভিনেতা হলেন অমিতাভ বচ্চন (Amitav Bachchan)। তিনি বলিউডে বহুবছর ধরে রাজ করছেন। অভিনয় করে গিয়েছেন একাধিক সিনেমায়। আজও বয়স বেড়ে গেলেও অভিনয় থেকে সরে আসেননি। সিনেমায় অভিনয় করার পাশাপাশি তিনি একটি অনুষ্ঠান সঞ্চালনা করেন। আর সেটি হল ‘কৌন বনেগা ক্রোড়পতি’। এই অনুষ্ঠানে চলে প্রশ্নোত্তরে পালা। আর এভাবেই খেলা শেষে কে কোটিপতি হবেন সেই খেলাতেই মেতে ওঠেন সকলে।

এবার প্রথম খেলা শুরু হতেই এই অনুষ্ঠানের মাধ্যমে ক্রোড়পতি হলেন মহারাষ্ট্রের কোলাপুরের গৃহবধূ কবিতা চাওলা। চ্যানেলের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানেই দেখা গিয়েছে এই বিষয়টি। আর এই ভিডিওটি এখন ইন্টারনেট দুনিয়ায় বেশ ভাইরাল হয়ে গিয়েছে।

তবে কবিতা দেবীর শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক। এরপর তিনি আর পড়াশোনা করেননি। কিন্তু তিনি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানের মাধ্যমে ক্রোড়পতি হয়ে বাড়ি ফিরলেন।

তার কথায়, তিনি এই অনুষ্ঠানে আসার আগে পড়াশোনা করেননি। তিনি তার ছেলেকে পড়ানোর সময় বইগুলি ভালো করে পড়তেন। এরপর কেবিসি অনুষ্ঠানে তারা কীভাবে প্রশ্ন করে তা বোঝার চেষ্টা করতেন। এভাবেই ধীরে ধীরে নিজের জ্ঞানের পরিধি বাড়িয়েছেন তিনি।

Related Articles