বিনোদন

পরিবারের সঙ্গে মালদ্বীপ সমুদ্রসৈকতে ছুটি কাটাচ্ছেন KGF তারকা যশ, দেখুন সেই ছবি

করোনা আবহে প্রায় এক বছর ধরে গৃহবন্দী অবস্থা কাটিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা। যেই কারণে সকলেই চাইছিলেন প্রাণ খুলে কোথাও ঘোরাঘুরি করতে। তাইতো লকডাউন উঠে যেতেই ধীরে ধীরে বিদেশের দিকে রওনা দিয়েছেন বলিউড তারকাগণ। ভ্রমণের ক্ষেত্রে সবচেয়ে প্রিয় জায়গা হয়ে উঠেছে মালদ্বীপ। কয়েকদিন আগেই মালদ্বীপের সৌন্দর্য উপভোগ করতে পৌঁছেছেন একাধিক বলি তারকা।

যেই তালিকায় রয়েছেন সোনাক্ষী সিনহা, দিশা পাটানি, টাইগার স্রফ, মৌনি রয়, অঙ্গদ বেদী, কাজল আগরওয়াল, তারা সুতারিয়া, তাপসী পান্নু-সহ বেশ কয়েকজন। সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবিও পোস্ট করেছেন তারা। এবার তাতে যোগ হল দক্ষিণী তারকা দম্পতি যশ (Yash) ও রাধিকার(Radhika Pandit) নাম। দুই সন্তান আইরা ও যথর্বকে নিয়ে তারা পৌঁছেছেন মালদ্বীপ।

সেখান থেকেই পোস্ট করেছেন একের পর এক ছবি, যা ভাইরাল হয়েছে দ্রুত। উল্লেখযোগ্য, যশের প্রকৃত নাম নবীন কুমার গৌড়া (Navin kumar Gowda)। খুব অল্প বয়স থেকেই তিনি যুক্ত ছিলেন ‘বেনাকা থিয়েটার’র সঙ্গে। এরপর অভিনয় জগতে প্রথম আত্মপ্রকাশ করেন কন্নড় ধারাবাহিক ‘নন্দ গোকুলা’র মাধ্যমে। ধীরে ধীরে বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় তাকে।

অন্যদিকে, ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মোডালসালা’য় অভিনয় করার পর আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি। এরপর ২০১৮ সালের ‘কেজিএফ- চ্যাপ্টার ওয়ান’ তাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দেয়। প্রসঙ্গত, ২০১৬ সালের ৯ই ডিসেম্বর তিনি সহ-অভিনেত্রী রাধিকার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর জন্ম হয় দুই সন্তানর। বর্তমানে বেশ সুখে সংসার করছেন তারা।

Related Articles