বিনোদন

এবার বিয়ের সানাই বাজবে খান পরিবারে! প্রস্তুতি করছেন আমেরি-কন্যা ইরা খান

টলিউডের মতো বলিউডেও চলছে বিয়ের মরশুম। খুব শীঘ্রই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলি অভিনেত্রী জায়ন আমেরি খান(Jayan Mari Khan)। একদিকে তিনি সুপারস্টার আমির খানের(Amir Khan) ভাইঝি। অপরদিকে জনপ্রিয় পরিচালক মনসুর খানের(Mansoor Khan) কন্যা। বলিউডের কালজয়ী সিনেমা ‘যো জিতা ওহি সিকন্দর’, ‘ক্যায়ামত সে ক্যায়ামত তক’ পরিচালনা করেছেন মনসুর খান।

অন্যদিকে নেটফ্লিক্সের সিনেমা ‘মিসেস সিরিয়াল কিলার’এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন জায়ন। যেখানে অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ(Jacklin Fernandez), মনোজ বাজপেয়ী(Manoj Bajpai), মোহিত রায়না(Mohit Raina) প্রমুখ। সামনেই এবার বিয়ে করতে চলেছেন জায়ন। দিদির বিয়ে উপলক্ষ্যে খুবই আনন্দিত ইরা খান।(Ira Khan)।

তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের পোস্টগুলি দেখলেই তা বোঝা যাবে। ইনস্টাগ্রামে শ্যাম্পেনের বোতল খুলতে গিয়ে একটি ভিডিও পোস্ট করে ইরা লিখেছেন, ‘অনেকটা ভালবাসি তোমাকে জায়নু’। পাশাপাশি ব্যাচেলর পার্টির একাধিক ছবি স্টোরিতে দিয়েছেন তিনি। যা দেখা মাত্রই শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন অনুগামীরা। উল্লেখযোগ্য, অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও হাতপাকা জায়নের।

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘কাপুর এন্ড সনস’এ সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন জায়ন। অন্যদিকে, একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “পাশে বসে কাকা আমায় কখনো অভিনয় সম্পর্কে শেখাননি। তার কাজের ধরণ খুব দৃঢ়। বহুদিন ধরে অনেক কষ্ট করে আমি নিজেকে প্রতিষ্ঠিত করেছি। যা শিখেছি কাকা এবং বাবার থেকেই। আমি বিশ্বাস করি কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিচিতি পেলে, লোকে চিনতে পারবে ও প্রশংসা করবে।”

Related Articles