গরিব দিনমুজুর বাবাকে অসাধারণ কায়দায় কাঠের কাজে সাহায্য করছে খুদে, একরত্তি শিশুর ছেলেবেলা তুমুল ভাইরাল

আজ আমাদের হাতে রয়েছে স্মার্টফোন। বহিজর্গতের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছি। ব্যস্ততার ফাকে বিনোদনের জন্য হোক বা খবর দেখার জন্য মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় চোখ বুলিয়ে নিচ্ছি। কিন্তু প্রতিদিনের সমস্ত ঘটনার মধ্যে কিছু ঘটনা যেন আমাদের মন ছুঁয়ে যায়। কিছু ঘটনা আমাদের ছোটবেলা মনে করিয়ে দেয় কিছু ঘটনা দেখে সরলতার হাসি ধরা দেয়।
ছোটরা সাধারনত বড়দের অনুকরন করে। বড়রা যে কাজ করে সেই দেখাদেখি তারাও সেই কাজ করতে চাই। আমরা প্রত্যেকেই ছোটবেলায় কমবেশি বাবার মায়ের মতো হতে চেয়েছি। কখনো বাবার মতো বাজারের থলি নিয়ে ঘুরেছি কখনো খেলার ছলে ছাত্র পড়িয়েছি।
ছোট্ট শিশুকে সবসময় দেখতে ভালোলাগে, বাচ্চা ভালোবাসেনা এমন মানুষ বোধহয় নেই। আর বাচ্চাদের কীর্তিকলাপ যেমন মজা লাগে তেমন নিজেদের ছোটবেলার কথা মনে পড়িয়ে দেয়। সম্প্রতি এরকম এক রত্তি ক্ষুদের ভিডিও ভাইরাল হয়েছে যা মন ছুয়ে নিয়েছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি ছোট্ট শিশু তার বাবাকে কাজে সাহায্য করছে। বাবাটি রাদা ঠেলে কাঠের কাজ করছে কিন্তু ওই ছোট্ট খুদে কিছুতেই তার বাবাকে কাজ করতে দেবে না। সেও বাবার উল্টোদিকে বসে রাদা ঠেলার সাহায্য করছে।
— Bengal News Media (@media_bengal) December 15, 2020
বাবা বারন করলেও বাচ্চাটি কোনো কথা শুনছে না সে বাবাকে সাহায্য করবেই। আর এই ভিডিওটি দেখেই অভিভূত হয়ে গেছেন নেটজনগন। পিতা পুত্রের এরকম স্নেহময় নির্মল ভালোবাসার ভিডিও মন জয় করে নিয়েছে সকলের।