বিনোদনভাইরাল ভিডিও

ঠোঁটে ঠোঁট রেখে গাঢ় চুম্বন ওম-মিমির, নেটদুনিয়ায় ভাইরাল নবদম্পতির ঘনিষ্ঠ ভিডিও

সাম্প্রতিক সময়ে টেলি ও টলি জগতে যেন বিয়ের মরশুম শুরু হয়েছে। কারণ, দর্শকদের চমকে দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে চলেছেন একের পর এক তারকারা। যেই তালিকায় রয়েছেন অনিবার্ণ-মধুরিমা, গৌরব-দেবলীনা, সৌরভ-ত্বরিতা, নীল-তৃণা। শুধু তাই নয় তাতে নাম লিখিয়েছেন তারকা জুটি ওম সাহানি(Om Sahani) ও মিমি দত্ত(Mimi Dutta)।

চলতি বছরের শুরুতেই আইনিভাবে বিবাহ করেছেন তারা। আর সামাজিক রীতিনীতি মেনে গাঁটছড়া বাঁধলেন গত ৩রা ফেব্রুয়ারী, বুধবার। তবে সাধারণভাবে নয়, বৈদিক মন্ত্র উচ্চারণে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিকের দ্বারা সম্পন্ন হয়েছে বিবাহ। তবে বিয়ের দিন এলাহি আয়োজন হলেও, বৌভাত হয়েছে ঘরোয়া অনুষ্ঠানেই। খুব কাছের আত্মীয় ও বন্ধুরাই উপস্থিত ছিলেন তাতে।

যদিও তাতে ছিল অন্যরকম চমক। কারণ, তাতে বসেছিল নাচ-গানের আসর। যেখানে জনপ্রিয় গান ‘রঙ্গবতী’তে কোমর দুলিয়েছেন এই তারকা জুটি। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে কিছু ছবি। যেখানে দেখা যাচ্ছে ওমের ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করছেন মিমি। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে এই ছবি পোস্ট করেছেন তিনি। যা দেখার পর তাদের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন অনুগামীরা।

উল্লেখযোগ্য, ২০১১ সালে, রূপসী বাংলা চ্যানেলের ‘আলোর বাসা’ ধারাবাহিকে একসাথে কাজ করেছিলেন তারা। তবে সেটি শেষ হওয়ার পর দীর্ঘদিন ধরে দু’জনের মধ্যে কোনও যোগাযোগ ছিল না। অবশেষে ২০১৭তে একে অপরের প্রতি ভালোবাসা শুরু হয় তাদের। তারপর সিদ্ধান্ত নেন বিয়ে করার। সেই মতো চলতি বছরে চিরদিনের জন্য এক হয়ে গেলেন তারা।

Related Articles