বিনোদনভাইরাল ভিডিও

ফের বাজলো বিয়ের সানাই, তৃনাকে ছেরে শ্যামাকে বিয়ে করলেন ‘কৃষ্ণকলি’র নিখিল, তুমুল ভাইরাল ভিডিও

গত ৪ঠা ফেব্রুয়ারী দীর্ঘ দশ বছরের বন্ধুত্বকে পরিণতি দিয়েছেন নীল ভট্টাচার্য(Neel Bhattacharya) ও তৃণা সাহা(Trina Saha)। তপসিয়ার অর্কিড গার্ডেনে বসেছিল বিয়ের আসর। অন্যান্য তারকাদের পাশাপাশি তাদের বিয়েতে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এই বিয়ের রেশ কাটতে না কাটতেই আবার বিয়ের পিঁড়িতে বসতে চললেন নীল।

দীর্ঘ আঠারো বছরের বিচ্ছেদ মেটাতে ফের বিয়ে করতে চলেছেন এই অভিনেতা। ইতিমধ্যেই কেনা হয়েছে ধুতি-পাঞ্জাবি, শুরু হয়েছে গায়ে হলুদপর্ব। কি অবাক হলেন তো? না না বেশি ভাববেন না। আসলে ধারাবাহিক ‘কৃষ্ণকলি’তে বিয়ে করবেন নীল ওরফে নিখিল। আর পাত্রীতো সকলের চেনা শ্যামা। যারা ধারাবাহিকটি নিয়মিত দেখেন, তারা জানেন নিখিল ও শ্যামের বিচ্ছেদ হয়ে গিয়েছিল।

তবে মেয়ে কৃষ্ণার হাত ধরে আঠারো বছর পর বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তারা। বর্তমানে তাদের বিয়ের পর্ব সম্প্রচারিত হচ্ছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে তাদের গায়ে হলুদের দৃশ্য। যা প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। প্রসঙ্গত, বাস্তব জীবনে কয়েকদিন আগেই গাঁটছড়া বেঁধেছেন অভিনেতা নীল।

২০১১ সালে পরিচয় হয়েছিল তার ও তৃণার। এরপর হাজারো ঝড়ঝাপটা পেরিয়ে অবশেষে চিরদিনের জন্য এক হয়ে গিয়েছেন এই তারকা জুটি। সোশ্যাল মিডিয়ায় ব্যাচেলর পার্টি, আইবুড়ো ভাত, প্রি-ওয়েডিং ফটোশ্যুট থেকে শুরু করে পোস্ট করেছেন বিয়ের যাবতীয় মূহুর্তের ছবিগুলি। জানা গিয়েছে তাদের রিসেপশনের দিন হিসেবে ঠিক হয়েছে ১৪ই ফেব্রুয়ারী অর্থাৎ প্রেমদিবস।

Related Articles