বিনোদন

শাড়ি ছেড়ে জিন্স পড়ে পাহাড়ের কোলে ডুব দিলেন টলিপাড়ার রানী মা

ছোট বয়স থেকেই দর্শকদের মনোরঞ্জনের ভার নিয়েছিলেন তিনি। যত বড় হচ্ছে তার অভিনয়ের ছটায় মুগ্ধ হচ্ছে দর্শকরা। বর্তমানে সে গোটা টলিপাড়ার রানী মা। রাণীমার দম্ভে কাঁপে টলিউড। বলার অপেক্ষা রাখে না এখানে কথা হচ্ছে রানী রাসমণি ধারাবাহিকের রাণীমা দিতিপ্রিয়াকে(Ditipriya Roy) নিয়ে। অভিনয় জগতের পাশাপাশি ঘুরতে ভালোবাসে দিতিপ্রিয়া। আর তাই এবার রাণীমার অবতার ছেড়ে দিতিপ্রিয়া হয়ে পাহাড়ের কোলে ডুব দিলেন অভিনেত্রী।

করুণাময়ী রাণী রাসমণি ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি, জনপ্রিয়তা পেয়েছেন দিতিপ্রিয়া। জি বাংলার এই ধারাবাহিকের দৌলতেই দিতিপ্রিয়া রায়কে তাঁর নিজের নামের থেকে বেশি সকলে ‘রাণীমা’ বলেই চেনেন। অভিনয়ের পাশাপাশি দিতিপ্রিয়া কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। মাঝেমধ্যেই তাঁকে অনুরাগীদের জন্য বিভিন্ন ছবি পোস্ট করতে দেখা যায়। এরই মাঝে পুরনো কাসুন্দি ঘেঁটে পাহাড়ের কোলে ডুব দিলেন দিতিপ্রিয়া।

দিতিপ্রিয়ার অভিযাত্রিক সিনেমা গোয়ার ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। সেই জন্যে বর্তমানে দিতিপ্রিয়া এখন গোয়াতে। কিন্তু গোয়াতে গিয়েও পাহাড়ের রেশ ভুলতে পারেননি অভিনেত্রী। তাই বছর শেষের ছুটি কাটানোর ছবি ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করলেন অভিনেত্রী। শুটিংয়ের ফাঁকে সময় বার করে কিছুদিন আগেই পরিবারের সঙ্গে দার্জিলিং ঘুরতে গিয়েছিলেন দিতিপ্রিয়া। মাত্র চারদিন পাহাড়ে কাটিয়ে ফের কাজে যোগ দেন রানীমা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দার্জিলিংয়ে ঘোরার সেই পুরনো ছবি পোস্ট করলেন দিতিপ্রিয়া। যেখানে লক্ষ্য করা যাচ্ছে টলিপাড়ার রানী মা সাদা জ‍্যাকেটের সঙ্গে ব্লু ডেনিম জিন্স হালকা পিং লিপস্টিক আর চোখে সানগ্লাসের সাথে পাহাড়ি পথে পোজ দিচ্ছেন। সবথেকে নজরকাড়া রাণীমার চুল। নেই ত্রী লেখেন, ‘একটি ভ্রমণ যথেষ্ট নিজেকে চেনার জন্য’। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার চরম ভাইরাল দিতিপ্রিয়ার ঘুরতে যাওয়ার ছবি।

Related Articles