অফবিটভাইরাল ভিডিও

বিনা মেঘেই বজ্রপাত! বিদ্যুতের ঝলকানিতে একটি আস্ত গাছ পুড়ে ছারখার, হু হু করে ভাইরাল ভিডিও

আকাশে যখন কালো মেঘ করে বৃষ্টি হয় তখন আমরা শুনতে পাই বজ্রপাতের শব্দ। সেই বজ্রপাতের আলোর ঝলকানি অর্থাৎ সেই বিদ্যুৎ-এর ফলে অনেক গাছ নষ্ট হয়। এই ঘটনা আমাদের চোখে দেখা এবং তা খুবই স্বাভাবিক একটি বিষয়। কিন্তু বিনা মেঘে বজ্রপাত হলে তা আমাদের অবাক করবেই। কারণ এমন ঘটনার মুখোমুখি সচারাচর কেউ হয় না। কিন্তু ঠিক এই ঘটনাটিই ঘটেছে। ফ্লোরিডায় টাম্পা শহরে বিনা মেঘে বজ্রপাত হয়েছে।

আর এই পুরো ঘটনার ভিডিও তোলা হয়েছে গাড়ির ড্যাশবোর্ডে লাগানো ক্যামেরায়৷ তাতে পরিষ্কার দেখা যাচ্ছে, বিদ্যুৎ-এর ঝলকে একটি তালগাছের ডাল জ্বলে উঠে ভেঙে গেলো। সেদিন আকাশে ছিল না কোনো কালো মেঘ। বৃষ্টি হওয়ারও কোনো সম্ভাবনা ছিল না। বরং আকাশে ভেসে বেড়াচ্ছিল সাদা তুলোর মতো পেঁজা মেঘ। এমন রোদ ঝলমলে দিনে হঠাৎ করে বজ্রপাত অবাক করেছে সকলকে।

ঘটনার ভিডিওটি গাড়ির ড্যাশবোর্ডের ক্যামেরায় রেকর্ড করা হয়। ১২ই আগস্ট ভিডিওটি আপলোড করা হয় ইউটিউবে স্টোরিফুল রাইটস ম্যানেজমেন্ট নামে এক চ্যানেলে। আর এই বিস্ময়কর ঘটনাটির ভিডিও ভাইরাল হতে বেশি সময় নেয়নি। ভিডিওটি ইতিমধ্যে ১৭ হাজার ভিউজ হয়েছে।

Related Articles