নিউজরাশিফল

মঙ্গলে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, চাঁদ হবে রক্তের মত লাল! ভারতে কি দেখা যাবে টকটকে লালচাঁদ, কেন বদলাবে রং?

আমরা জানি যে সূর্য, পৃথিবী এবং চাঁদ যখন একই সরলরেখায় চলে আসে তখন গ্রহণ হয়। সম্প্রতি নাসা জানিয়েছে, ৮ ই নভেম্বর অর্থাৎ আগামী মঙ্গলবার পৃথিবীতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। জানা গিয়েছে তিন বছর পর আবার এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে পৃথিবী থেকে।সূত্র মারফত জানা গিয়েছে, সূর্য আর চাঁদের মাঝখানে পৃথিবী চলে আসায় সূর্যের আলোকে আড়াল করে পৃথিবীর ছায়া আম্ব্রা চাঁদকে পুরোপুরি ঢেকে ফেলবে। তবে এখন কথা হচ্ছে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতের দৃশ্যমান হবে কিনা।

নাসার তরফ থেকে জানা গিয়েছে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতের দৃশ্যমান হবে না। কারণ সেই সময় ভারতে চাঁদ উঠবে না বলে জানা যায়। নাসা জানিয়েছে, এই বিরল মহাজাগতিক দৃশ্য আবার দেখা যাবে ২০২৫ সালে মার্চ মাসে। তবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হলেও ভারতে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না। কারণ সেই দিন ভারতে চন্দ্রোদয় হওয়ার কথা সাড়ে পাঁচটা নাগাদ। সেই সময় চন্দ্রগ্রহণ ছেড়ে যাওয়ার কথা জানিয়েছেন নাসা।

নাসা জানিয়েছে, আন্তর্জাতিক সময় অনুযায়ী সকাল ৯:১৭ মিনিটে শুরু হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। সেই সময় অনুযায়ী ভারতে দুপুর ২:৪০ মিনিটে গ্রহণ শুরু হবে এবং সেই চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস হবে ৫:১১ মিনিটের মধ্যে। ফলসরূপ, এই সময়ে ভারতে চাঁদ না ওঠায় ভারতে সেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে না। ভারত ছাড়া অন্যান্য জায়গায় এই চন্দ্রগ্রহণ লাল টকটকে রঙের দেখা যাবে।

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের চাঁদকে লাল অবস্থায় দেখা যাওয়া কারণ হিসেবে নাসা জানিয়েছেন, পৃথিবীর ছায়া আম্ব্রা চাঁদের এই রং তৈরি করে। এছাড়া নাসা আরো বলেছেন, পৃথিবীর আবহাওয়া মণ্ডলে থাকা ধুলিকণায় প্রতিফলিত হয়েই ওই রঙ চোখে পড়বে পৃথিবীবাসীর।

Related Articles