বিনোদন

আসন্ন সন্তানের আসার অপেক্ষায় অপেক্ষারত অন্তঃসত্ত্বা মধুবনী ও তার স্বামী

ইতিমধ্যেই দুই থেকে তিন হয়েছেন বিরুষ্কা। কয়েকদিন বাদেই দ্বিতীয়বারের জন্য মা ডাক শুনতে পাবেন সইফ পত্নী করিনা। সে দিক থেকে কোনও অংশে কম যায় না টলিউডও। কারণ টেলি ধারাবাহিক অভিনেত্রী মধুবনীও অন্তঃসত্ত্বা। বর্তমানে বেবি বাম্প স্পষ্ট অভিনেত্রীর। অন্তঃসত্ত্বা অবস্থায় প্রতিটি মুহূর্ত একসঙ্গে অনুভব করছেন মধুবনী(Madhubani Goswami) ও তার স্বামী।

বেশ কয়েকদিন আগেই সুখবর আসে টেলি তারকা মধুবনী-রাজার অন্দরমহল থেকে। তারকা জুটি জানান তারা এবার দুই থেকে তিন হতে চলেছেন। অন্তঃসত্ত্বা হওয়ার পর নিজেই ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি পোস্ট করে মা হওয়ার খবর নিশ্চিত করেন মধুবনী(Madhubani Goswami)।

এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি শেয়ার করলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী ও তাঁর অভিনেতা রাজা গোস্বামী। ছবিগুলিতে লক্ষ্য করা যাচ্ছে মধুবনী ও রাজা(Raja Goswami) তাদের আসন্ন বেবির মুহূর্ত অনুভব করছে। একটি ছবিতে একদম মধুবনীর বেবি বাম্প স্পষ্ট। অন্য একটি ছবিতে নিজেদের পোষ্য কুকুরকে কোলে নিয়ে রয়েছেন রাজা আর মধুবনী আর পোষ্যও তাকিয়ে ক্যামেরার দিকে। বলা যায় রাজা মধুবনীর পাশাপাশি তাদের পোষ্যও অপেক্ষা করে আছে নতুন সদস্যের জন্য। পরিবারের একরত্তি সদস্যের জন্য। ছবি পোস্ট করে ক্যাপশন দিয়ে অভিনেতা লিখেছেন, আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, আর তার পরেই আসছে তাঁদের সন্তান।

টেলিভিশনের অতি পরিচিত মুখ মধুবনী গোস্বামী৷ ভালবাসা ডট কম’ ধারাবাহিকের ওম-তোরাকে কে না চেনেন। ধারাবাহিক থেকেই প্রেমের সূত্রপাত। এরপর ২০১৬ সালের ৯ ডিসেম্বরে রাজা-মধুবনীর চার হাত এক হয়। যদিও গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় মধুবনী এমন কিছু পোস্ট করছিলেন, যা দেখে অনুগামীরা আন্দাজ করতে পেরেছিলেন অভিনেত্রী অন্তঃস্বত্ত্বা। অবশেষে কিছুদিন আগেই নিজেই ছবি পোস্ট করে সুখবরটা দেন অভিনেত্রী। অনুরাগীরা হবু মা-বাবাকে ভালবাসায় ভরিয়ে দিয়েছিলেন সেই সময়।

Related Articles