অফবিটভাইরাল ভিডিও

গ্রামের মেঠো রাস্তায় বলিউড সুপারহিট গানে দুর্দান্ত নাচ যুবতীর, দেখে মুগ্ধ মাধুরী দীক্ষিত, ভাইরাল ভিডিও

মাধুরী দীক্ষিত এই নামটা মানে আজও বহু পুরুষের মুখের চওড়া হাঁসি। এক সময় মাধুরীর চোখের জাদুতে মাতোয়ারা ছিল সকলে। এরই মাঝে ক্ষেতের মাঠে গ্রামের মেয়ের নাচ দেখে মুগ্ধ মাধুরী।

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের অগণিত ভক্ত তা কার না জানা। বহু মানুষের স্বপ্নসুন্দরী মাধুরী দীক্ষিত ৷ মাধুরীর অভিনয়, মিষ্টি স্বভাব, সুন্দর নাচ দশকের পর দশক মন ভরিয়েছে মানুষের ৷ আজ, ১৫ মে মাধুরী দীক্ষিতের ৫৩ তম জন্মদিন৷ ১৯৬৭ সালে মুম্বইয়ে জন্ম মাধুরীর, অবোধ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন তিনি ৷ মাত্র তিন বছর বয়সেই নাচ শেখা শুরু ৷ ছবি থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সব সময়েই মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে মাধুরী।

এরই মাঝে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গ্রামের রাস্তায় একটি মেয়ের ঘাগড়া ও টপ পরে অসাধারন নাচের ভিডিও। পাশেই চাষের ক্ষেত সেখানে স্থানীয় মহিলারা কাজ করছে। তারাও মেয়েটির নাচ মুগ্ধ হয়ে দেখছে। নাচের এক্সপ্রেশন থেকে নাচের স্টেপ তার নাচ দেখে মুগ্ধ হয়েছে স্বয়ং অভিনেত্রী মাধুরী দীক্ষিত। সেই ভিডিও শেয়ার করে মাধুরী ক্যাপশনে লেখে ‘ কি অসাধারণ তার নাচ’।

১৯৬৭ সালে মুম্বইয়ে জন্ম মাধুরীর, অবোধ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন তিনি৷ মাত্র তিন বছর বয়সেই নাচ শেখা শুরু৷ ছবি থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সব সময়েই মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে মাধুরী৷ সেই সময়ে বলিউডের অন্যতম সেরা নায়ক সঞ্জয় দত্তের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও অনেক কানাঘুষো চলেছে। ৯০-এর দশকে শুধু নয়, আজও সঞ্জয় ও মাধুরীর বিষয়ে নানা চর্চা হয়ে থাকে৷ বিভিন্ন সূত্রের দাবি, একটা সময়ে সঞ্জয় দত্তও চেয়েছিলেন মাধুরীকে বিয়ে করতে। কিন্তু সেই সময় সঞ্জয় বিবাহিত হওয়াতে দু’জনের বিয়েতে বাধা এসেছিল।

Related Articles