বিনোদন

ব্ল্যাক হট প্যান্ট ও খোলা চুল, জিমের পোশাকে বোল্ড লুকে লেন্সবন্দি মালাইকা অরোরা

বলিউডের খ্যাতনামা অভিনেত্রী মালাইকা অরোরা (Malaika Arora)। সময়ের সাথে সাথে তার জৌলুস যেন ক্রমাগত বেড়েই চলেছে। তাকে দেখে বোঝার উপায় নেই বর্তমানে তিনি ৪৭-এর ঘরে। এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে জানিয়েছেন, এটির মূল রহস্য হল শরীরচর্চা। তিনি যেখানেই যান না কেন, নিয়মিত শরীরের খেয়াল রাখেন। এছাড়া, বেশিরভাগ সময় জিমের বাইরে পাপারাৎজিদের ক্যামেরাবন্দী হন এই অভিনেত্রী।

সম্প্রতি প্রকাশ্যে এলো সেরকমই একটি ছবি। যেখানে তাকে দেখা গিয়েছে শর্ট জিম আউটফিট ও নিওন পিঙ্ক কালারের স্নিকার্স পরিহিত অবস্থায়। পাশাপাশি খোলা চুল ও চোখের সানগ্লাস যেন তাকে আরও লাস্যময়ী করে তুলেছে। পোস্ট হতেই নিমেষে ভাইরাল হয়েছে তার সেই ছবি। উল্লেখযোগ্য, বহুদিন প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পর বিয়ে করেছিলেন মালাইকা ও অভিনেতা আরবাজ খান(Arbaz Khaan)।

তবে তাতে ফাটল ধরায় আরবাজের বেআইনি ক্রিকেট বেটিং মামলা। শুধু তাই নয় এরপর আরবাজ বিদেশিনী বান্ধবী জর্জিয়া অ্যান্দ্রিয়ানি(Giorgia Andriani)-এর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। যার ফলে বিবাহবিচ্ছেদ ঘটে মালাইকা ও আরবাজের। এই ঘটনার বহুদিন পর মালাইকার জীবনে আরও একবার প্রেম নিয়ে আসেন অভিনেতা অর্জুন কাপুর(Arjun Kapoor)।

মালাইকার চেয়ে বয়সে ১৫ বছরের ছোটো হওয়ায় বিভিন্ন কটাক্ষের শিকার হতে হয়েছে অর্জুনকে। তবে সেইসব বিষয়ের তোয়াক্কা না করে, তারা সিদ্ধান্ত নেন বিয়ে করার। যদিও গত বছর করোনা আবহের জেরে তা সম্ভব হয়নি। আপাতত তাদের বিয়ের সিদ্ধান্ত কতদূর এগোলো সেই সম্মন্ধেও কিছু জানাননি তারা। তবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তাদের ছবি দেখে, সকলেই মনে করছেন হয়তো লিভ-ইন করছেন এই তারকা জুটি।

Related Articles