বিনোদনভাইরাল ভিডিও

সাতপাকে বাঁধা পড়লেন নীল-তৃণা, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

বন্ধুত্ব থেকে প্রেম, আর সেখান থেকে পরিণতি। দীর্ঘ দশ বছরের বন্ধুত্বকে শেষ পর্যন্ত ছাদনাতলা অব্দি নিয়ে গেলেন জনপ্রিয় টেলিভিশন তারকা জুটি নীল ভট্টাচার্য(Neel Bhattacharya) ও তৃণা সাহা(Trina Saha)। গত ৪ঠা ফেব্রুয়ারী, বৃহস্পতিবার তপসিয়ার অর্কিড গার্ডেনে বসেছিল বিয়ের আসর। সম্পূর্ণ বাঙালি রীতি মেনে গাঁটছড়া বেঁধেছেন তারা।

এদিন তৃণার পরনে ছিল লাল বেনারসি সাথে সোনার গয়না। অন্যদিকে নীল পরেছিলেন ধুতি-পাঞ্জাবি। মালাবদল, সাতপাক, সিঁদুরদান সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তারা। যেগুলি দেখার পর শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন অনুগামীরা। করোনা আবহের জেরে খুব অল্প অতিথির উপস্থিতিতেই সম্পন্ন হয়েছে বিবাহ।

তবে উল্লেখযোগ্য বিষয় হল তাদের বিয়েতে আশীর্বাদ দিতে এসেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আসলে অন্যান্য দর্শকদের মতো, তিনিও ‘গুনগুন’কে বেশ পছন্দ করেন। তাইতো প্রিয় অভিনেত্রীর আবদার মেটাতে হাজির হয়েছিলেন বিয়ের আসরে। সেই ছবিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখযোগ্য, নীল ও তৃণার পরিচয় ২০১১ সাল থেকে। তবে ২০১৬ সালে অভিনেতার জন্মদিনে প্রথম নিজের মনের কথা জানান তৃণা।

অন্যদিকে নীল প্রায় একবছর সময় নিয়েছেন অনুভূতির কথা স্বীকার করতে। অবশেষে প্রেম শুরু হয় ২০১৭ সাল থেকে। প্রথমদিকে নিজেদের ভালো বন্ধু বলেই দাবী করতেন তারা। তবে হঠাৎ করেই বিয়ের কথা জানিয়ে, সবাইকে চমকে দেন এই জনপ্রিয় জুটি

Related Articles