বিনোদনভাইরাল ভিডিও

বিয়ের আগেই একমাত্র ছেলের জন্মদিন পালন করলেন অভিনেত্রী মিমি, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

টলিউডের অন্যতম গ্ল্যামারাস অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। তিনি টলিউডের অভিনেত্রী হলেও একজন সাংসদও বটে। একই সঙ্গে নিজের শ্যুটিং এবং সাংসদের কাজ করেন মিমি। মাঝে মাঝে সাংসদের কাজ চলাকালীন সোশ্যাল মিডিয়ায় ছবিও দেন অভিনেত্রী মিমি। তার সেই ছবিও ভাইরাল হয়ে যায় নিমেষেই। কারণ অভিনেত্রীর ভক্তেরা তাকে বেশ পছন্দ করেন।

এদিকে অভিনেত্রী মিমির কেমন বর চাই তা প্রকাশ করলেন তার ‘বোনুয়া’ অভিনেত্রী নুসরাত জাহান (Nusrat Jahan)। বর বাঙালি হতে হবে আবার ইন্টারন্যাশনাল লুক হতে হবে। তবেই সে তার বোনুয়া মিমির লাইফ পার্টনার হতে পারবে। যদিও মিমির সোশ্যাল হ্যান্ডেলে চোখ রাখলেও তার লাভ লাইফ সম্পর্কে কোনো সূত্র পাওয়া যায় না। তবে যাই হোক বাংলার অন্যতম জনপ্রিয় গেম শো ‘দিদি নং ১’-এ শো চলাকালীন জানা গিয়েছে মিমির জীবনসঙ্গীর আভাস।

সম্প্রতি মিমি চক্রবর্তী তার ছেলের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করলেন। আর তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, “শুভ জন্মদিন সোনা, মা তোমাকে অনেক ভালোবাসে”। মিমির দুই ছেলে আর তারা হলেন চিকো ও ম্যাক্সো। এরা মিমির রোজকার ভালোবাসার সঙ্গী। চিকো ও ম্যাক্সো হল মিমির দুটি পোষা কুকুর।

তাদের সঙ্গে প্রায়ই মিমি চক্রবর্তীকে ছবি পোস্ট করতে দেখা যায়। সম্প্রতি পোস্ট করা জন্মদিনের ভিডিওটিও ভাইরাল হয়েছে। কেক কেটে ছেলেকে খাইয়েও দিচ্ছেন মিমি। এমনকি মিমি তার দুই সন্তানের একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টও খুলেছেন, যার নাম ‘চিকোম্যাক্স অ্যান্ড মাম্মি’।

Related Articles