বিনোদন

বিবাহিত হওয়া সত্ত্বেও চুপিচুপি বিয়ে করেছেন শ্রীদেবীকে, নিজেই স্বীকার করেছেন মিঠুন চক্রবর্তী

টলিউড হোক বা বলিউড আজও তার ডান্স মুভসে নেচে ওঠে অনুরাগীদের মন।শুধু ডান্স নয় তার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সকলে। এখানে আলোচনা হচ্ছে মহাগুরু মিঠুন চক্রবর্তীকে নিয়ে। প্রশংসার পাশাপাশি মিঠুনকে নিয়ে কম সমালোচনাও হয়নি। তার জীবনে বহু সম্পর্কের রসায়ন, একাধিক প্রেম, বিয়ে নানান বিষয় নিয়ে একাধিক সময়ে লাইম লাইটে উঠে এসেছেন মিঠুন চক্রবর্তী। কিন্তু এই সবকিছুর মাঝে কি জানেন গোপনে শ্রীদেবীর(Sridevi) সঙ্গে বিয়ের পর্ব সেরেছিলেন মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty)!

একসময় বি-টাউনের হিট জুটি মিঠুন-শ্রীদেবী। রুপালি পর্দা কাঁপানো এই জুটি একের পর সিনেমা উপহার দিয়েছেন ভক্তদ। কিন্ত রিল লাইফের প্রেম গড়িয়ে যায় রিয়েল লাইফ পর্যন্ত। এমনকি সেই সময় বিটাউনে কান পাতলেই শোনা যেত গোপনে নাকি শ্রীদেবীকে বিয়ে করেছেন মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty)।১৯৮৪ সালে মুক্তি পাওয়া রাকেশ রোশান পরিচালিত ‘জাগ উঠা ইনসান’ সিনেমায় সিনেমায় প্রধান তিনটি ভূমিকায় ছিলেন শ্রীদেবী(Sridevi), মিঠুন চক্রবর্তী এবং রাকেশ রোশান। এই সিনেমাটি সেই সময় বিপুল বাণিজ্যিক সাফল্যও পেয়েছিল। এই সিনেমার সেটেই সূচনা হয় শ্রীদেবী মিঠুনের প্রেম কাহিনির। তবে, কিন্তু দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ভেস্তে যায় হঠাৎ করেই। শেষ পর্যন্ত পরিণতি পায়নি তাদের প্রেম-ভালবাসা।

মিঠুন শ্রীদেবীর সম্পর্ক ভেঙে যাওয়ার অন্যতম কারণ মিঠুনের বিবাহিত জীবন। একসময় শোনা গিয়েছিল মিঠুন চক্রবর্তীর(Mithun Chakraborty) স্ত্রী যোগিতা মিঠুনকে হুমকি দিয়েছিলেন, যে তিনি যদি শ্রীদেবীর সঙ্গে সম্পর্ক রাখেন তাহলে তিনি আত্মহত্যা করবেন। এক সাক্ষাৎকারে নিজেই শ্রীদেবীর সঙ্গে গোপনে বিয়ের কথা স্বীকার করেছিলেন মিঠুন চক্রবর্তী। শুধু তিনিই নন সাক্ষাৎকারে মিঠুনের স্ত্রী যোগিতা বালি জানিয়েছিলেন, মিঠুন ও শ্রীদেবীর(Sridevi) বিবাহ সম্পর্ক নিয়ে তিনি সচেতন ছিলেন।

এমনকি কি পত্রিকাতেও তাদের বিয়ের শংসাপত্র ছাপানো হয়েছিল। তবে সেসব এখন অতীত। মিঠুন এখন ব্যস্ত তার সংসার নিয়েই। তবে, মিঠুন চক্রবর্তীর জীবন যেরকম ভালো সময় ছিল সেরকম খারাপ সময় ও ছিল। ১৯৯৩ থেকে ১৯৯৮ সালের মধ্যে একসঙ্গে ৩৩ টি ছবি ফ্লপ হয়েছিল মিঠুনের(Mithun Chakraborty)। সেই সময়টা অত্যন্ত খারাপ গিয়েছিল অভিনেতার। অন্যদিকে ১৯৮২ সালে মুক্তি পেয়েছিল ‘ডিস্কো ডান্সার’ ছবি। এই ছবির পর থেকে বছরে দুটি, কখনও আবার তিনটি করে মিঠুনের ছবি মুক্তি পেতে আর বক্স অফিস হিট হত।

Related Articles