মাথায় লাল টুপি পরে দুর্দান্ত নাচলেন মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ মাদালসা শর্মা, তুমুল ভাইরাল ভিডিও

বলিউড ও টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য গোটা দেশ চেনে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) । তার নাচ ও অভিনয় এখনও অনেক তারকাকেই অনুপ্রাণিত করে। তাই গোটা দেশের মানুষ ভালোবাসেন মিঠুন চক্রবর্তীকে। তবে বেশ কিছুদিন তিনি বলিউডে কাজ করছেন না। তার শারীরিক অসুস্থতা এর কারণ। তবে ফের তিনি ফিরেছেন তার অভিনয়ে।
মিঠুন চক্রবর্তীর পর তার ছেলে মহাক্ষয় চক্রবর্তী (Mahaakshay Chakraborty) অভিনয় জগতে প্রবেশ করলেও সেভাবে কিছু করতে পারেন নি। তবে মিঠুন চক্রবর্তীর পরিবার নিয়ে আগ্রহ রয়েছে সকলের। মিঠুন চক্রবর্তীর পরিবারে তিনি ছাড়া আরও একজন বেশ জনপ্রিয়, আর তিনি হলেন মিমোর স্ত্রী মাদলসা শর্মা (Madalsa Sarma) । মাদলসা শর্মা বিয়ে করেছেন মিঠুন চক্রবর্তীর ছেলে মিমোকে।
মাদল বলিউডের একজন অভিনেত্রী সহ মডেল। মাদল শর্মা ছোট পর্দাতেও কাজ করেছেন। আর তিনি বেশ জনপ্রিয়ও। বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। মাদল শর্মা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তার সোশ্যাল হ্যান্ডেলে অনুগামীর সংখ্যা ৩ লক্ষেরও বেশি। মাঝেমধ্যে নিজের ছবি ও ভিডিও পোস্ট করেন সোশ্যাল হ্যান্ডেলে। আর তা ভাইরাল হয় নিমেষেই। মাদলসার সঙ্গে মিঠুন চক্রবর্তীর ছবিও দেখা যায়। মিষ্টি মাদল বিদেশে সুইমিং পুলের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন যা ভাইরাল হয়।
এবার মাদলসা একটি ভিডিও শেয়ার করেছেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। সেখানে তাকে দেশ বিদেশে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। আর তিনি বেশ খুশি মনেই নাচছেন। শুধু দেশ বিদেশ নয়, একেবারে গোটা বিশ্ব ভ্রমণ করছেন তিনি। আসলে তিনি নিজের ঘরেই রয়েছেন। শুধু নানান জায়গায় ঘুরতে যাওয়ার ছবি ব্যাকগ্রাউন্ডে আনা হয়েছে। আর তার সামনে খুশি মনে নাচছেন তিনি। আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মাদলসা।