
এবার এক মর্মান্তিক ঘটনা ঘটল মধ্যপ্রদেশের ভোপালে। আর এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, এক মহিলা তার সন্তানকে কুপিয়ে হত্যা করেছে। হত্যা করার পর ওই মহিলা দৃঢ় কন্ঠে জানিয়েছে তার সন্তানের যেখানে থাকার কথা ছিল তিনি তাকে সেখানেই পাঠিয়ে দিয়েছেন। কারণ তার সন্তান মানুষ নয়, সে একটি ছাগল, এমন বলে মন্তব্য করেছেন মৃত সন্তানটির মা। হত্যাকারী ওই মায়ের নাম রশ্মি লোধি।
তাকে এই ঘটনার পর গ্রেফতার করা হয়েছে। স্থানীয় একটি প্রতিবেদনে বলা হয়েছে, নিহত শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে শিশুটির মা’কে গ্রেফতার করে পুলিশ। তারা ভোপাল সংলগ্ন চুরারু গ্রামের বাসিন্দা। মৃত শিশুটির পরিবার জানিয়েছে, শনিবার বিকেলে শিশুটিকে নিয়ে তার মা বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর তারা একটি হাইওয়ের ধারে বেশ কিছুক্ষণ বসে থাকে। তারপরই হঠাৎই শিশুটির মা শিশুটিকে একটি কুড়ুল দিয়ে আঘাত করতে থাকে।
আঘাতের ফলে শিশুটির ওখানেই মৃত্যু হয়। নিহত শিশুটির ঘাড়ে সহ একাধিক স্থানে কোপানোর চিহ্ন পাওয়া গিয়েছে। কোপানোর পর শিশুটিকে নিয়ে কয়েক ঘন্টা পর ফিরে আসে হত্যাকারী মা। রক্তে ভেসে যাওয়া শিশুটিকে নির্দেশ করে বলতে তাকে তার যেখানে স্থান তিনি তাকে সেখানেই পাঠিয়ে দিয়েছেন। তার সন্তান একটি ছাগল ছিল।
এই মর্মান্তিক ঘটনার পর স্থানীয় থানায় মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও মহিলার পরিবার বিষয়টি ধামাচাপা দিতে চেষ্টা করেছিলো। নিহত শিশুটিকে কাপড় জড়িয়ে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠিইয়েছে। পুলিশ তদন্তের পর জানিয়েছে, তাদের অনুমান মহিলাটির মানসিক সমস্যা রয়েছে। তাই সে তার শিশুকে কুপিয়ে হত্যা করেছে। রশ্মি লোধিকে গ্রেফতার করেছে পুলিশ।