Viral: ‘মুঝে তো তেরি’, গানের তালে বিমানসেবিকার পোশাকে জ্যাকলিনের মতোই উদ্দাম নাচ উমার!

স্পাইসজেট বিমানের এক বিমানসেবিকা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছেন। করোনা পরিস্থিতির পর যখন ফের বিমান চলতে শুরু করে তখন থেকেই এই বিমানসেবিকা একেবারে ভাইরাল। বিমানে যাত্রী কম থাকা সেইসময় তিনি নানান গানের তালে বানিয়ে ফেলতেন রিলস ভিডিও। বিমানের মধ্যে বিমানসেবিকার পোশাকে তাকে একাধিকবার দেখা গিয়েছে।
আর সেই রিলস ভিডিও নিয়ম করে ভাইরাল হয়ে গিয়েছে। তাই এখন তিনি সুযোগ পেলেই বানিয়ে ফেলেন রিলস ভিডিও। ওই যুবতীর নাম উমা মীনাক্ষী। তার সোশ্যাল হ্যান্ডেলে ৮ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে। তাই তিনি খুব সহজেই ভাইরাল হয়ে যান। বিমানসেবিকার পোশাকে আরও একটি রিলস ভিডিও তিনি পোস্ট করেছেন।
যেখানে তাকে খোলা চুলে ‘মুঝে তো তেরি লত লগ গয়ি’ গানে নাচ করতে দেখা গিয়েছে। এই গানে বড় পর্দায় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে নাচ করতে দেখা গিয়েছিল।
এবার তাকেও যেনো টপকে গেলেন উমা। উমা ২৩ বছরের এক যুবতী।তিনি বিমানসেবিকা হওয়ার পাশাপাশি একজন মডেল। তাই কাজের ফাঁকে সময় পেলেই বানিয়ে ফেলেন রিলস ভিডিও।