নিজের হাতে স্বামীর বিয়ে দিতে চাইছেন নবনীতা, জিতুর জন্য পাত্রী খুঁজছেন অভিনেত্রী

বাংলা টেলিভিশন ধারাবাহিকের একজন জনপ্রিয় অভিনেতা জিতু কমল(Jeetu Kamal)। বেশ কয়েকবছর ধরে নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। অন্যদিকে টেলি জগতের নামকরা অভিনেত্রী নবনীতা দাস(Nabanita Das)। দু’বছর হল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। তবে আগের মতো এখনও নাকি তারা প্রেম করে চলেছেন।
সোশ্যাল মিডিয়ায় নিজেরাই সেই কথা অনুগামীদের জানিয়েছেন তারা। একইসাথে সচরাচর নিজেদের কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ভাগ করে নেন নেট দুনিয়ায়। পাশাপাশি কর্ম ব্যস্ততার ফাঁকে একে অপরের সাথে খুনসুটি করেই কেটে যায় তাদের দিন। এক কথায় বলতে গেলে সবমিলিয়ে বেশ আনন্দেই দিন কাটাচ্ছেন তারা।
তবে সম্প্রতি পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, স্বামীর বিয়ে দিতে চাইছেন নবনীতা। বেশ তো সংসার করছিলেন তারা, কি এমন হল যে এই সিদ্ধান্ত নিলেন তিনি? না না চিন্তা করবেন না। আসলে ইনস্টাগ্রামে পোস্ট করা সেই রিল ভিডিওতে জনপ্রিয় বাংলা সিনেমা ‘পরিনীতা’র সংলাপ বলেছেন এই অভিনেত্রী। যেখানে জিতু হলেন বাবাইদা আর শুভশ্রীর ভূমিকায় নবনীতা।
সেখানে তিনি বলছেন বাবাইদার জন্য মেয়ে দেখছেন তিনি। আর সেই মেয়ে নাকি প্রেসিডেন্সিতে পড়ে। পাশাপাশি মেয়েটির অন্যান্য বিবরণও দিয়েছেন। প্রকাশ্যে আসতেই মুহূর্তে ভাইরাল হয়েছে এই ভিডিওটি। উল্লেখযোগ্য, দীর্ঘদিন প্রেম করার পর বিয়ে করেছেন নবনীতা-জিতু। বর্তমানে চুটিয়ে সংসার করছেন এই তারকা জুটি।