নিউজ

আধার কার্ডে নাম বা ঠিকানা ভুল? জানুন কিভাভে বাড়িতে বসেই ঠিক করবেন

আমাদের অনেক সময় আধার কার্ডে কিছু তথ্য ভুল আসে। যেমন নাম ভুল থাকে, কিংবা ঠিকানা ভুল থাকে। আবার পুরোনো ঠিকানা বছরের পর বছর কার্ডে থাকে, আর নতুন ঠিকানা দিয়ে আধার কার্ড ঠিক করার সময় হয়ে ওঠে না। আমাদের প্রতিদিনের ব্যস্ততার জীবনে আধার কেন্দ্রে গিয়ে নিজের আধার কার্ডের তথ্য ঠিক করার সময় হয়ে ওঠে না। এতসব সমস্যা আর নয়, এবার বাড়ি বসেই ঠিক করে নিন নিজের আধার কার্ডের যাবতীয় ভুল।

করোনা ভাইরাসের উপদ্রবের কথা মাথায় রেখে ‘body Unique Identification Authority of India (UIDAI)‘ -তে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। UIDAI-এর তরফে একটি টুইট করা হয়েছে। আর সেই টুইটে আধার কার্ড সংশোধন করার জন্য একটি ফোন নম্বর দেওয়া হয়েছে। ১৯৪৭ এই নম্বরে ফোন করলেই আপনার আধার কার্ড সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে বাড়িতে বসেই। আপনার আধার কার্ডে যদি নামের বানান, জন্মতারিখ পাল্টাতে কিংবা ঠিকানা বদলাতে চান তবে ওই নম্বরে ফোন করলে বাড়ি বসেই তা সংশোধন করা যাবে।

এছাড়া আপনার নতুন ফোন নম্বর লিঙ্ক করতে, অভিভাবকের নাম বদলাতে বা ছবি আপডেট করতে চান তাহলে আপনাকে আধার কেন্দ্রে যেতে হবে। কিন্তু আপনার নিজের নাম কিংবা ঠিকানা বা বয়স সংশোধন করতে চাইলে তা বাড়ি বসেই সম্ভব। https://appointments.uidai.gov.in/(X(1)S(eetddb45ihd24s55t3l3yjiq))/bookappointment.aspx?AspxAutoDetectCookieSupport=1 -এই লিঙ্ক থেকে আপনি আপনার আধার কেন্দ্রের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন।

এই লিঙ্কে গিয়ে ফোন নম্বর, যেদিন আধার কেন্দ্রে যাবেন সেই তারিখ, কী বদল করতে চান, এই সমস্ত তথ্য লিখুন সঠিক স্থানে। এবার কোনো ভিড় বা ঝামেলা ছাড়াই ওইদিন ওই সময় আধার কেন্দ্রে গিয়ে নিজের আধার কার্ড ঠিক করে আসতে পারেন। বাড়ির কাছে কোনো আধার কেন্দ্র আছে কিনা জানতে হলে ‘UIDAI’ সাইট থেকে জানা যাবে। নিজের নাম, রাজ্যের নাম ও পিন কোড দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। https://appointments.uidai.gov.in/EACenterSearch.aspx?value=1 -এই লিঙ্কের মাধ্যমে সরাসরি আধার সাইটে যাওয়া যাবে৷

Related Articles