তৃনীলের এলাহি রিসেপশন! ককটেল ফিশ ফ্রাই, গাজরের হালুয়ায় সম্পূর্ণ রাজকীয় খাবারের সম্ভার

গত ৪ঠা ফেব্রুয়ারি কলকাতার একটি বিলাসবহুল রিসোর্টে বিবাহ বন্ধনে আবদ্ধ হন টলিউড অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha) ও নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharya)। এবার ঠিক দশ দিন পর প্রেমের দিন অর্থাৎ ১৪ই ফেব্রুয়ারী গ্র্যান্ড রিসেপশন সম্পন্ন হল নব দম্পতির। বেশ জমজমাট রিসেপশন আয়োজন করা হয়েছিল। ঐদিন নীলকে দেখা গিয়েছিল মেরুন রং-এর শেরওয়ানি ও সোনালী উত্তরীয়।
অপরদিকে তৃণার কপালে ছিল মোটা করে সিঁদুর ও পরনে মেরুন রঙের লেহেঙ্গা। দীর্ঘ দশ বছরের প্রেমের পরিণতি ঘটেছে গত ৪ঠা ফেব্রুয়ারী। তারা তাদের প্রেমকে কখনও আড়ালে আবডালে রাখেননি। বরং প্রকাশ্যে স্বীকৃতি দিয়েছেন। আর সেই প্রেমের এবার দাম্পত্য জীবনে পদার্পণ। একসঙ্গে আগামী দিনগুলি পার করবেন নব দম্পতি। বিয়ের দশ দিন পর রিসেপশন থাকলেও কোনোরকম খামতি রাখেননি তারা।
অতিথিদের একেবারে ভরপেট খাইয়ে ছেড়েছেন তারা। রিসেপশনের দিন টলিউডের অনেক তারকারাই হাজির ছিলেন। ককটেল ফিশফ্রাই থেকে গাজরের হালুয়া সবকিছুই ছিল নীল ও তৃণার রিসেপশনের মেনুতে। রিসেপশনের দিন একটি বড় মঞ্চ তৈরি করা হয়েছিল। যেখানে সদ্য বিবাহিত দম্পতি বসবেন। সেই মঞ্চে নীল ও তৃণা নাচও করেছেন।
আর সেই মূহুর্তগুলি ড্রোন ক্যামেরার মাধ্যমে স্মৃতিবদ্ধ করা হয়েছে। এছাড়া বড় পর্দা টাঙানো হয়েছিল যেখানে বিয়ের দিনের ভিডিও চলছিল। সবকিছু মিলিয়ে একেবারে ধুমধাম করেই বিয়ে সারলেন নীল ও তৃণা। এবার হানিমুন সারলেই একেবারে ষোলো কলা পূর্ণ হবে।