বিয়ের আগেই হবু বউকে কাছে টেনে এ কী করলেন নীল, জন্মদিনে চুটিয়ে প্রেম করছেন নীল-তৃণা

তিনি টেলি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী, যিনি দক্ষ অভিনয় ও মিষ্টি হাসি দিয়ে মন জয় করেছেন দর্শকদের। নিজের নামের থেকে গুনগুন নামেই বেশি পরিচিত তিনি। হ্যাঁ, ঠিকই ধরেছেন তার নাম তৃণা সাহা। বর্তমানে ‘খড়কুটো’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। সম্প্রতি ছিল তার জন্মদিন। যা উপলক্ষ্যে তাকে সারপ্রাইজ দিয়েছেন হবু স্বামী নীল ভট্টাচার্য(Neel Bhattacharya)।
সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছেন নীল। যেখানে দেখা যাচ্ছে দুইজন ঘনিষ্ঠ অবস্থায় নাচছেন। কালো সিকুইনড শর্ট ড্রেস পরিহিত অবস্থায় তৃণাকে(Trina Saha) খুবই মিষ্টি লাগছিল দেখতে। ভিডিওটি পোস্ট করতেই তাদের প্রশংসায় ভরিয়ে তুলেছেন অনুগামীরা। অন্যদিকে দিন যতই এগিয়ে আসছে ততই এগিয়ে আসছে নীল-তৃণার বিবাহের দিন।
আগামী ৪ঠা ফেব্রুয়ারী বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন এই তারকা জুটি। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে প্রি-ওয়েডিং ফটোশ্যুট, আইবুড়োভাত ও ব্যাচেলর পার্টির অনুষ্ঠান। সেইসব ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও কয়েকদিন আগেই তাদের সঙ্গীত অনুষ্ঠানে মেতে উঠেছিলেন তারা। আর সেখানে ‘টুম্পা’ গানে তুমুল নেচেছিলেন এই জুটি।
সেই ভিডিও পোস্ট করতেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। উল্লেখযোগ্য, গত দশ বছর ধরে একে অপরকে চেনেন তারা। তবে কয়েকমাস আগে পর্যন্ত নিজেদের খুব ভালো বন্ধু বলেই দাবী করতেন তারা। কিন্তু কিছুদিন আগে সবাইকে চমকে দিয়ে জানান, বিয়ে করতে চলেছেন নীল-তৃণা। ৯ই জানুয়ারী হয়েছে এনগেজমেন্ট। আর ১৪ই ফেব্রুয়ারী মহা আড়ম্বরের সাথে সম্পন্ন হবে রিসেপশন পার্টি।