বিনোদন

বৌভাতের সকালে নীল-তৃণা’র ভাত কাপড়ের অনুষ্ঠান, তুমুল ভাইরাল ছবি

বহু প্রতিক্ষা শেষে শেষমেষ চার হাত এক হয়েছে নীল তৃণার। রিল নয় এবার রিয়েল জীবনেই বিয়ের পিঁড়িতে বসেছেন তৃণা সাহা(Trina Saha) এবং নীল ভট্টাচার্য(Neel Bhattacharya)। দক্ষিণ কলকাতার এক রিসর্টে গাঁটছড়া বাঁধেন নীল তৃণা। বিয়ে শেষ এবার পালা নীলের তৃণার ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার। রীতি মেনে বৌভাতের সকালে তৃণার ভাত কাপড়ের দায়িত্ব নিলেন নীল।

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় দুই তারকা নীল তৃণা। জনপ্রিয় এই জুটির বিয়ের অনুষ্ঠানে আশীর্বাদ জানাতে হাজির হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুকটুকে লাল ডিজাইনার বেনারসি, তার সঙ্গে সবুজ মানানসই ডিজাইনার ব্লাউজ গা ভর্তি সোনার ভারী গয়নায় সাজেন অভিনেত্রী। নববধূর সাজে তৃণা নজর কেড়েছেন সকলেরই। মানানসই ধুতি-পাঞ্জাবি পরে নীলকেও দেখাচ্ছিল দুর্দান্ত। খাঁটি বাঙালিয়ানার স্বাদ নিয়ে বিয়ে করেন তারকা জুটি। ৪ ফেব্রুয়ারি, জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যম সাতপাকে বাঁধা পড়েছেন টেলি তারকা নীল ভট্টাচার্য-তৃণা সাহা।

বিয়ের পরই পালা বৌভাতের। রীতি মেনে শনিবার সকালে নীলের বাড়িতেই আয়োজিত হয় নীল-তৃণার বৌভাতের অনুষ্ঠান। ইতিমধ্যে সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল তৃণার বৌভাতের ভাত কাপড়ের অনুষ্ঠান। ছবিতে দেখা যাচ্ছে এক মাথা সিঁদুর পরে নবনধূ তৃণা নীলের পাতে ভাত দিচ্ছেন। শ্বশুর উদয় কুমার ভট্টাচার্য শাশুড়ি রোসি ভট্টাচার্যর সঙ্গে তৃণার ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

বলে রাখি,১১ বছর বন্ধুত্বের মোড়কে মোড়া প্রেম অবশেষে পেয়েছে পরিণতি। শহরের নামী এক ক্লাবে বসে ছিল শ্যামার বর অর্থাৎ নিখিল ওরফে নীলের সঙ্গে খড়কুটর গুনগুন ওরফে তৃণার বিয়ের আসর। এতদিন রিল বিয়ে করলেও রিয়েলে অবশেষে হল নীল তৃণার বিয়ে। বিয়েতে পুরোদস্তুর বাঙালি সাজেই তাক লাগিয়েছেন নীল ভট্টাচার্য ও তৃণা সাহা।

তপসিয়ার ‘গ্রিন অর্কিড’-এ বসেছিল ‘তৃনীল’-র বিয়ের জমজমাট আসর বসে। এই প্রেমিক জুটির নতুন জীবনের শুরুর দিনটায় সাক্ষী ছিল টেলিউড ও টলিউডের একাধিক তারকা। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের উপস্থিতিতে সনাতন রীতি মেনে চার হাত এক হয় তাদের।

বিয়ের পরেই শ্বশুরবাড়িতে এসেই সকলের সেবায় মগ্ন হয়ে যায় তৃণা। নতুন শাড়ি, গা ভর্তি গয়না পরেই সকলকে নিজে হাতে চা দেয় নীলের নতুন বউ।

Related Articles