হাওড়া থেকে ছুটবে ‘নেতাজি এক্সপ্রেস’, সুভাষ বসুর পরাক্রম স্মরণের অভিনব উদ্যোগ মোদী সরকারের

আর কয়েকদিন বাদেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মতিথি। এবার নেতাজির ১২৫তম জন্মতিথি পালনে তৈরি গোটা দেশ। তার কয়েকদিন আগেই মঙ্গলবার ভারতীয় রেল সিদ্ধান্তের পর হাওড়া-কালকা রেলটিকে ‘নেতাজি এক্সপ্রেস’ নামকরণ করেছে। এদিন রেল মন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এই বিষয় সমস্ত রকম অনুমোদন প্রদান করেছে রেলমন্ত্রক।
এবছর দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মতিথি পালনে কিছু পরিকল্পনা করেছে কেন্দ্র সরকার। রেলমন্ত্রকের তরফে জানানো হয়, তারা হাওড়া-কালকা এক্সপ্রেসটির নাম বদল করে ‘নেতাজি এক্সপ্রেস’ নামকরণ করায় অনেকটাই গর্বিত তারা। আরও অন্যান্য বিপ্লবীদের মতন নেতাজির হাত ধরেও ভারতবর্ষ স্বাধীন সকালের সূর্য দেখেছে। নেতাজির একাগ্রতা ও পরাক্রমই ভারতকে স্বাধীন করে তোলে।
এই বিষয়ে রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, এক্সপ্রেসটির নতুন নামকরণে তিনি শিহরিত। আসন্ন ২৩শে জানুয়ারি থেকে আগামী ২০২২ সালের ২৩শে জানুয়ারি একবছর সময়কাল ধরে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দেশনায়ক নেতাজির জন্মতিথি পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। এই কারণে নরেন্দ্র মোদী সহ আরও ৮৮জনকে নিয়ে তৈরি করা হয়েছে একটি কমিটি আর এই কমিটির অন্তর্ভুক্ত বাংলা, ওড়িশা ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে ক্রিড়া, রাজনীতি, সংস্কৃতি বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তি এবং আজাদ হিন্দ ফৌজের সঙ্গে জড়িত ও নেতাজির পরিবারকে রাখা হয়েছে।
Netaji’s prakram had put India on the express route of freedom and development. I am thrilled to celebrate his anniversary with the introduction of “Netaji Express” pic.twitter.com/EXaPMyYCxR
— Piyush Goyal (@PiyushGoyal) January 19, 2021
আগামী ২৩শে জানুয়ারি দিনটিকে ভারত সরকার নেতাজির চেতনা ও নিঃস্বার্থ সেবাকে শ্রদ্ধা জানাতে ‘পরাক্রম দিবস’ হিসেবে উদযাপন করবে। এর মাধ্যমে দেশের যুব সমাজের প্রতি ধৈর্য্য, চেতনা জাগিয়ে তোলা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।