অফবিটভাইরাল ভিডিও

পরনে রাজস্থানী পোশাক, খুদে কন্যার ট্র্যাডিশনাল নাচ দেখে মুগ্ধ সাইবারবাসী, তুমুল ভাইরাল ভিডিও

বর্তমানে সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সহজেই পরিচিতি পাওয়া যায়। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন ইউটিউব, ইন্সটাগ্রাম, ফেসবুক কিংবা টুইটার যেকোনো স্থানে সহজেই পরিচিতি পেতে পারে যেকোনো ভিডিও বা ছবি। তাই এই প্ল্যাটফর্মগুলি ছাড়া বর্তমান দুনিয়া অচল। বর্তমান প্রজন্ম যেমন মোবাইলমুখী তেমন করেই ধীরে ধীরে প্ল্যাটফর্মগুলির জনপ্রিয়তা ক্রমে বেড়েছে।

মানুষ তার অবসর সময়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে৷ সেখানে নানান পশুপাখির কান্ডকারখানার ভিডিও ভাইরাল হয়। আবার কখনো দেখা যায় কোনো মানুষের প্রতিভার ভিডিও। নাচ কিংবা গানের মাধ্যমে কেউ কেউ পরিচিতি পায়। তাই বর্তমানে যেহেতু পাড়ায় পাড়ায় অনুষ্ঠানের রেষ এখন ক্রমেই ম্রিয়মাণ হয়ে গিয়েছে ততই বেড়েছে সোশ্যাল মিডিয়ার দাপট। এখন প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে আর মঞ্চে নিজের প্রতিভাকে আর সকলের সামনে উপস্থাপন করতে হয় না।

কারণ কাছে যদি থাকে একটি স্মার্টফোন আর নেট তবে নিজের কাজকে সহজেই সকলের সামনে পৌঁছে দেওয়া সম্ভব। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে একটি বাচ্চা মেয়েকে নাচ করতে দেখা গিয়েছে। মেয়েরা ছোটো থেকে মায়ের আদর্শে বড় হয়। তাই তারা মা’কে ঘিরেই থাকে।মায়ের শাড়ি পরে নাচ করে অনেক মেয়েই। আর ভাইরাল ভিডিওটিতেও তাই দেখা যাচ্ছে। বাচ্চা মেয়েটির নাম ঈশাহ্নবী হেগড়ে।

তার পরনে রয়েছে রাজস্থানী পোশাক। আর তাতেই সে দুর্দান্ত ভঙ্গিমায় নেচে চলেছে। এত অল্প বয়সে ট্র্যাডিশনাল নাচে পরিপক্ক হওয়ায় অবাক নেটবাসী। খুদে মেয়েটির নাচ অবাক করেছে সকলকে। তার নাচের ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Related Articles