দেখুন ভিডিও- সম্পূর্ণ খালি হাতে দেওয়াল বেয়ে উঠছে খুদে বালক, ‘রিয়েল স্পাইডারম্যান’ তকমা দিল নেটিজেনরা

মাকড়সার কামড় থেকে অদ্ভুত এক শক্তি লাভ তারপর সেই শক্তি কাজে লাগিয়ে শত্রুদের হাত থেকে সবাইকে রক্ষা করা-আর এই লড়াই করতে করতে সুপারহিরো হয়ে উঠেছিল স্পাইডারম্যান। খুদে থেকে বড়ো সকলের পছন্দের চরিত্র স্পাইডারম্যান।
ছোটবেলায় টিভিতে স্পাইডারম্যান দেখে একবার হলেও মনে ইচ্ছে জেগেছে নিশ্চয়ই স্পাইডারম্যান হওয়ার। ওইরকম দেওয়ালে তরতর করে করে উপরে ওঠার। কখনো বা স্পাইডারম্যানের মতো মুখোশ ড্রেস পরেছেন। তবে এবার দেখা মিললো বাস্তবের স্পাইডারম্যানের।
টিভির পর্দার স্পাইডারম্যানের দক্ষতার সাথে এ এক বাচ্চার দক্ষতার মেলবন্ধন ঘটলো। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখলে অবাক হতে হয়। ভিডিওটিতে দেখা যাচ্ছে ঘরের মসৃন দেওয়াল বেয়ে তরতর করে উঠে যাচ্ছে একটি বাচ্চা ছেলে। কোন কিছু সাহায্য ছাড়াই দুই হাতে পায়ে ভর দিয়ে ঘরের দেওয়াল থেকে সে দেওয়াল চলে যাচ্ছে। ক্ষনিকের জন্য দেখলে মনে হবে মার্বেল সুপারহিরো চরিত্রের স্পাইডারম্যানের খুদে সংস্করণ সে।
জানা গেছে শিশুটির নাম বিরাট শর্মা বয়স মাত্র 7 বছর কিন্তু তার মধ্যেই এই কাজটি বেশ ভালোভাবে রপ্ত করে নিয়েছে সে। যেভাবে সে হাত পায়ের উপর ভর করে উল্টোদিকে দেওয়াল ধরে উঠে যাচ্ছে তা মোটেও সহজ কাজ নয়। তার এই ঘটনা দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। পৃথিবীতে কোনো কাজ অসম্ভব নয় বারেবারে সেই সত্যি উঠে আসে নানান ভিডিওতে।