বিনোদন

নতুন পালক রাণীমার মুকুটে! আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত ‘দ্বিতিপ্রিয়া’র সিনেমা

সত্যজিত রায় পরিচালিত ‘অপুর সংসার’ ছবিতে শেষে কী হয়েছিল অপুর তা কেউই জানে না। কারণ ছবির শেষ পথে কাজলকে কাঁধে চাপিয়ে নিয়ে এক নিরুদ্দেশের পথে পাড়ি দেয় অপু। কোথায় যাচ্ছে সে জানে না। সত্যজিত রায় পরিচালিত ‘অপুর সংসার’ গল্পটি নেওয়া হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কাহিনি অবলম্বনে। কিন্তু ছবিতে শেষে কী হল তা অজানা রয়ে গিয়েছে।

আর এই জিজ্ঞাসা চিহ্নের সমাপ্তি ঘটাবে শুভ্রজিৎ মিত্রের ছবি ‘অভিযাত্রিক’। ‘অপুর সংসার’-এ অপু ও তার স্ত্রী অপর্ণা এবং ছেলে কাজলকে নিয়ে আবর্তিত হয়েছে গল্প। এদিকে ‘অভিযাত্রিক’ ছবিটিও সেই গল্পে মোড়া। কিন্তু ফের একই গল্পের উপর ভিত্তি করে আবার সিনেমা তৈরি করার কারণ! কারণ সত্যজিত রায়ের পরিচালনায় ‘অপুর সংসার’ ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে পরিচালককে শ্রদ্ধা জানিয়েই তৈরি হয়েছে এই ছবি।

এবার শুভ্রজিৎ মিত্রের ছবি ‘অভিযাত্রিক’ ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেছে নেওয়া হল জাতীয় চলচ্চিত্র প্রতিযোগিতার জন্য। শুভজিত মিত্রের সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা অর্জুন চক্রবর্তী, দিতীপ্রিয়া, সব্যসাচী চক্রবর্তী, অর্পিতা চট্টোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, তনুশ্রী শঙ্কর, সোহাগ সেন, বরুন চাঁদা। জাতীয় চলচ্চিত্র উৎসবে ছবিটি বেছে নেওয়া হয়েছে।

তাই সোমবার চলচ্চিত্র উৎসবে হাজির ছিলেন সিনেমার অভিনেতা অভিনেত্রী থেকে সকলেই। দিতীপ্রিয়াকেও(Ditipriya Roy) দেখা গিয়েছে। বেশ ছিমছাম লুকেই দেখা গিয়েছে তাকে। তার পরনে ছিল গাঢ় ধূসর রং-এর শাড়ি। ছোট করে কাটা চুল। আর সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছে দিতীপ্রিয়া। আর তা সঙ্গে সঙ্গে ভাইরাল নেট দুনিয়ায়।

Related Articles