ভাইরাল ভিডিও- বউভাতের সন্ধ্যায় শ্বশুরবাড়ির সকলের সঙ্গে বসে ‘খড়কুটো’ দেখছেন নববধূ তৃণা

টেলিভিশন ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা(Trina Saha)। তবে এই নামের চেয়ে তাকে গুনগুন নামেই বেশি চেনেন দর্শকেরা। আসলে বর্তমানে ‘খড়কুটো’ ধারাবাহিকটির জনপ্রিয়তা কোন পর্যায়ে পৌঁছেছে, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সন্ধ্যে হলেই টেলিভিশনের পর্দায় চোখ রাখেন সবাই। এখন প্রশ্ন হল গুনগুনতো একপ্রকার মাতিয়ে রাখে তার শ্বশুরবাড়িকে। তবে বাস্তবে তৃণার শ্বশুরবাড়ি কেমন?
সেই চিত্রই ধরা পড়লো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া সাম্প্রতিক একটি ভিডিওতে। আমরা সকলেই জানি গত বৃহস্পতিবার অভিনেতা নীল ভট্টাচার্যের(Neel Bhattacharya) সাথে সাতপাকে বাঁধা পড়েছেন তিনি। সেই মতো শনিবার ছিল তাদের বৌভাত। যদিও ঘটা করে কোনো অনুষ্ঠান হয়নি তবে আচার-অনুষ্ঠান সবই পালিত হয়েছে। দুপুরে হয়েছে ভাত-কাপড়ের অনুষ্ঠান। এরপর সন্ধ্যায় শ্বশুরবাড়ির সকলকে নিয়ে তৃণা দেখলেন ‘খড়কুটো’র নতুন এপিসোড।
যেখানে দেখা যাচ্ছে তৃণার পাশে বসে রয়েছেন শ্বশুর এবং ননদরা। তখন তার পরনে ছিল সাদা সালোয়ার। একই সাথে হাত ভর্তি মেহেন্দি ও মাথা রাঙানো লাল সিঁদুরে খুবই সুন্দর দেখতে লাগছিল তাকে। শুধু তাই নয় ক্যামেরা দেখতেই জিভ ভেংচান নববধূ। নীল ও তৃণার খুব কাছের বন্ধু সৌমজিৎ আদক ইনস্টাগ্রামে এই ভিডিওটি শেয়ার করেছেন। সেটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন তৃণাও।
উল্লেখযোগ্য, গত ৪ঠা ফেব্রুয়ারি দীর্ঘ ১১ বছরের বন্ধুত্বকে পরিণত দিয়েছেন নীল ও তৃণা। একইসাথে রিসেপশনের দিন হিসেবে ঠিক হয়েছে ১৪ই ফেব্রুয়ারী। বিয়ের পর একটি ছবি পোস্ট করে নিজের ইনস্টাগ্রাম ওয়ালে তৃণা লিখেছিলেন, “ভালোবাসা আর হাসিতে মাখা…সুখে-শান্তিতে এভাবেই আজীবন থাকতে চাই।” এরপর তাদের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন অনুগামীরা।