বিনোদন

সকালে ঘুম থেকে উঠে Priyanka-র এই জিনিসটি চান Nick Jonas, বেডরুমের কেচ্ছা ফাঁস দেশি গার্লের

প্রিয় মানুষটা এরকম হওয়া প্রয়োজন যেখানে স্বচ্ছতা থাকবে। প্রিয় মানুষ এরকমই হবে যার কাছে এলোমেলো সাধারন আমিটাই সবচেয়ে সুন্দর লাগবে। বাইরের দুনিয়ার কাছে আমরা সবসময় পারফেক্ট থাকার চেষ্টা করলেও বাড়িতে প্রিয়জনদের সাথে সাধারনভাবেই থাকি। তাদের কাছে আলাদা করে নিজেকে উপস্থাপন করার প্রয়োজন হয় না।

আর প্রিয়াঙ্কা নিক জোনসের সম্পর্কের রসায়নটাও ঠিক এরকম। সম্প্রতি নিজের বেডরুম সিক্রেট শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। তুলে ধরেছেন নিক এর কিছু অজানা অভ্যাস এর কথা। জেনে নিন তাদের সম্পর্কের রসায়নটা ঠিক কেমন।

নিক জোনসের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার লাভ লাইফ বরাবর আলোচনার কেন্দ্রে। প্রায় দুই বছর সুখী দাম্পত্য জীবন পার করে ফেলেছেন তারা। সোশ্যাল সাইটে দুজনের ভালোবাসার মুহূর্ত ফুটে উঠেছে বরাবর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কার একটি পুরনো সাক্ষাৎকার সামনে এসছে যেখানে নিজের ব্যক্তিগত বিষয় শেয়ার করে নিলেন সবার কাছে। প্রিয়াঙ্কা জানিয়েছেন নিক নাকি এই জিনিসটা ছাড়া বাচতেই পারেননা।

প্রিয়াঙ্কা যখন ঘুম থেকে উঠে তখন নিক তার মুখ দেখার জন্য জোর করেন। প্রিয়াঙ্কা ফ্রেশ হয়ে আসার জন্য অপেক্ষা করতে বললে ওই এলোমেলো ঘেটে যাওয়া মুখ দেখার জন্য জোর করে
নিক। পারফেক্ট লুক নয় বরং কিছুটা সাধারন অগোছালো লুকটাই নিকের পছন্দ।

প্রিয়াঙ্কা জানিয়েছেন একটি স্ত্রী এমনটাই আশা করেন স্বামীর থেকে। এছাড়াও তিনি জানিয়েছেন তারা বিশ্বের যেখানেই থাকুক না কেন অন্তত দেড় সপ্তাহে একবার নিজেদের সময় দেওয়ার চেষ্টা করেন, দেখা করার চেষ্টা করেন। তাদের বন্ডিংটা ঠিক এরকমই।

Related Articles