বিনোদন

Nusrat Jahan-কে বিবাহবিচ্ছেদের নোটিশ ধরিয়েছেন Nikhil jain ! কি জানালেন অভিনেত্রি

আগেই শুরু হয়েছিল জল্পনা, এবার সরাসরি ডিভোর্স চেয়ে বসলেন নিখিল জৈন(Nikhil Jain)। হ্যাঁ ঠিকই শুনছেন, সম্পর্কের টানাপোড়েনে শেষমেশ এই সিদ্ধান্তই নিয়েছেন তিনি। এমনটাই জানা গিয়েছে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে। সেখানে দাবী করা হয়েছে নুসরতকে(Nusrat Jahan) নাকি বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন নিখিল।

এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো জল্পনা শুরু হয়েছে দর্শক মহলে। তবে বিষয়টিকে পুরোপুরি অস্বীকার করেছেন স্বয়ং অভিনেত্রী। এদিন দুপুরে একটি বিজ্ঞপ্তিতে তিনি জানিয়েছেন, “আমি সকলকে জানাতে চাই আনন্দবাজার পত্রিকা ডিজিট্যালে একটি সংবাদ ঘোরাফেরা করছে, যা সম্পূর্ন ভুল এবং ভিত্তিহীন। মিডিয়ার উচিত কোনও খবর প্রকাশের আগে, সঠিকভাবে তার তথ্য অনুসন্ধান করা। ভুয়ো খবরের জোয়ারে গা ভাসানো থেকে বিরত থাকা উচিত।”

উল্লেখযোগ্য, ২০১৯ সালের ১৯শে জুন বিদেশে গিয়ে রাজকীয়ভাবে বিয়ে করেছেন নিখিল ও নুসরত। রূপকথার চেয়ে কম ছিলো না তাদের সংসার। তবে কয়েকমাস আগে থেকেই তাদের সম্পর্কে নাকি তৃতীয় ব্যক্তি হিসেবে ঢুকে পড়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত(Yash Dasgupta)। বিভিন্ন অনুষ্ঠানে একসাথে হাজির হওয়া থেকে শুরু করে রাজস্থানেও গিয়েছিলেন তারা দুজনে।

যদিও এইসব বিষয় নিয়ে মুখ খোলেননি নিখিল। বরং বারবার এক কথাই বলেছেন নুসরত পাল্টে গেলেও তিনি একইরকম আছেন। তবে প্রতিবেদনে বলা হয়, এইসব নাকি না মেনে নিতে পেরে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন নিখিল। যদিও বিষয়টিকে সম্পূর্ণ নস্যাৎ করলেন নুসরত। এখন তাদের সম্পর্কের ভবিষ্যৎ কী হয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন অনুগামীরা।

Related Articles