চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী নুসরাত, স্বামীও খুঁজে নিলেন অন্য নারী!

টলি পাড়ার অন্দরে ফের শুরু হয়েছে জল্পনা। এতদিন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সাংসারিক জীবন ও তা বিবাহবিচ্ছেদে পরিবর্তিত হওয়ার জল্পনা শুরু হয়েছিল। যদিও তাদের মধ্যে এখনও বনিবনা নেই বলেই খবর সূত্রের। এরই মাঝে ফের আরও এক সেলিব্রিটি দম্পতির বাকবিতন্ডার খবর উঁকি মারছে টেলি পাড়ায়। যদিও খোলসা করে কিছু জানা যায়নি।
কিন্তু তাদের একে অপরকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করে দেওয়া দেখেই কালো মেঘ ঘনিয়েছে। কথা হচ্ছে টলিউড অভিনেত্রী নুসরাত জাহান(Nusrat Jahan) ও তার স্বামী নিখিল জৈনকে(Nikhil jain) নিয়ে। শোনা যাচ্ছে তাদের মধ্যে আগের মতন বনিবনা নেই। বিবাহবিচ্ছেদের খবরেও সরগরম হয়েছে টলি পাড়া। অভিনেত্রী নুসরাতকে মাঝে টলিউড অভিনেতা যশ সেনগুপ্তের সঙ্গে ঘুরতে যেতেও দেখা গিয়েছে। আর এসবের মাঝেই নিখিল জৈন তার সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন।
তবে তিনি সেখানে একা নন, তার সঙ্গে রয়েছে একজন তরুণী। কিন্তু তরুণীটি নুসরাত জাহান নয়, তবে কে? নিখিল তরুণীটির সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন ”Have a good one @nuzhatjahan_ . All the best. Make it count!”। অর্থাৎ মেয়েটির নাম নুজহত জাহান। আর এই পোস্টে নুজহত পাল্টা নিখিলকে সবকিছুর জন্য ধন্যবাদ জানিয়েছেন।
ওই তরুণী নুজহতের প্রোফাইল ঘেটে জানা যাচ্ছে তিনি একজন ডিজাইনার। নুজহত সম্পর্কে অভিনেত্রী নুসরাত জাহানের বোন হন। তাদের একসঙ্গে বেশ কিছু ছবি দেখা গিয়েছে নুজহত জাহানের প্রোফাইলে। তবে এবার বোঝা যাচ্ছে স্ত্রী নুসরাত জাহানের সঙ্গে দূরত্ব তৈরি হলেও শ্যালিকার সঙ্গে সম্পর্ক ঠিক রেখেছেন নিখিল।