বিনোদনভাইরাল ভিডিও

মৃত্যুশয্যায় নিখিল, মৃত দেহ দেখে হাউ মাউ করে কেঁদে ভাসালেন শ্যামা, তুমুল ভাইরাল ভিডিও!

বর্তমান সময়ে টেলিভিশন ধারাবাহিকগুলি সাধারণ মানুষের জীবনে কী পরিমাণে জায়গা দখল করেছে, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সন্ধ্যে নামলেই টিভির পর্দায় চোখ রাখেন দর্শকেরা। বয়স্ক থেকে খুদে একেক জনের পছন্দ এক একটি ধারাবাহিক। জি বাংলার সেরকমই একটি জনপ্রিয় ধারাবাহিকের নাম ‘কৃষ্ণকলি’।

সেখানকার নিখিল ও শ্যামাকে চেনেননা এমন মানুষ খুব কমই আছেন। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের কিছু দৃশ্য। যেখানে দেখা যাচ্ছে, মৃত্যুশয্যায় শুয়ে আছেন নিখিল। আর তার হাত ধরে কান্নাকাটি করছেন শ্যামা। না না ঘাবড়াবেন না, আসলে শ্যামার স্মৃতি ফেরানোর জন্যই মারা যাওয়ার নাটক করছেন নিখিল। পরে দেখা যায় হাসিমুখে সেখান থেকে উঠে বসেন তিনি।

উল্লেখযোগ্য, এই ধারাবাহিকে দেখানো হয় দীর্ঘ আঠারো বছরের বিচ্ছেদ মেটাতে ফের বিয়ে ঠিক করা হয় নিখিল ও শ্যামার। তাদের মেয়ে কৃষ্ণার হাত ধরেই আঠারো বছর পর বিয়ের আসর বসে তাদের। সেখানেই মারা যাওয়ার নাটক করেন নিখিল। যা প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। অন্যদিকে বাস্তব জীবনেও কয়েকদিন আগেই গাঁটছড়া বেঁধেছেন নিখিল ওরফে নীল ভট্টাচার্য(Neel Bhattacharya)।

২০১১ সালে পরিচয় হয়েছিল তার ও তৃণার(Trina Saha)। এরপর হাজারো ঝড়ঝাপটা পেরিয়ে অবশেষে চিরদিনের জন্য এক হয়ে গিয়েছেন এই তারকা জুটি। সোশ্যাল মিডিয়ায় ব্যাচেলর পার্টি, আইবুড়ো ভাত, প্রি-ওয়েডিং ফটোশ্যুট থেকে শুরু করে পোস্ট করেছেন বিয়ের যাবতীয় মূহুর্তের ছবিগুলি। ৪ঠা ফেব্রুয়ারী তাদের বিয়ের পর গ্র‍্যান্ড রিসেপশন হয়েছে ১৪ই ফেব্রুয়ারী।

Related Articles