বিনোদন

ব্যাঙ্ককের রাজপথে বসে জামাকাপড় বিক্রি করতেও দেখা গিয়েছিল Salman-এর এই সহনায়িকাকে

বি টাউনের অভিনেতা অভিনেত্রীদের নিয়ে উৎসাহের অন্ত নেই অনুরাগীদের। সেলেবরা কি করছে, কি পোশাক পরছে, কেমন সাজগোজ করছে সব কিছু জানতে ভারী আগ্রহী সকলে। আর সেই অভিনেত্রী যদি নোরা ফতেহি হয় তাহলে তো কথাই নেই। বি টাউন বর্তমানে কাঁপে নোরার লুকস থেকে মুভসে। কিন্ত সেই নোরা কিনা রাস্তায় বসে জামা বিক্রি করছে, ভাবা যায়!

বর্তমানে বলিউড সেনসেশন হয়ে উঠেছে নোরা ফাতেহী। নোরার ডান্স- এ মজে তার অগণিত ভক্ত। সোশ্যাল মিডিয়াতেও কিন্ত বেশ একটিভ নোরা। মাঝেমধ্যেই হট ভিডিও ছবি পোস্ট করে পুরুষদের রাতের ঘুম কেড়ে নেন তিনি। কবে নোরার ভিডিও বা ছবি পোস্ট হবে সেই অপেক্ষায় থাকে সকলে। কিন্ত এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নোরার এক ভিডিও যা দেখলে চক্ষু চরক গাছ হতে বাধ্য।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নোরার রাস্তায় বসে জামাকাপড় বিক্রি করার ভিডিও। হ্যাঁ ঠিকই পড়ছেন নোরার রাস্তায় বসে জামাকাপড় বিক্রি করছে। ব্যাঙ্ককের রাস্তায় বসে কাপড় বিক্রি করছেন সলমনের নায়িকা। অভিনেত্রীর আচরণ একদম দক্ষ ব্যবসায়ীর মতো। সোশ্যাল মিডিয়ায় নোরার এই ভিডিও ছড়িয়ে পরতেই উঠেছে হাজারো প্রশ্ন।

নেটবাসিদের অনেকের মত ভাইরাল ভিডিওটি নোরার পুরনো ভিডিয়ো। অনেকের দাবি ব্যক্তিগত কাজে নোরা ব্যাঙ্ককে গিয়েছেন। সেখানে গিয়ে তিনি মজার জন্য রাস্তায় বসে কাপড় বিক্রি করেছেন। যদিও ভিডিওটি ছড়িয়ে পড়ার পরে ভিডিয়োটি সরিয়েও নেওয়া হয়।

বলে রাখি, কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ার চরম ভাইরাল হয় নোরার একটি ভিডিও। যেখানে লক্ষ্য করা যায় নোরা বাথটাবের মধ্যে নেমে পড়েছেন। তার পরণে শুধু একটা তোয়ালে জড়ানো, আর হ্যান্ড শাওয়ার নিয়ে স্নান করছেন অভিনেত্রী।

Related Articles